লালমনিরহাটের আদিতমারি উপজেলার নামুড়ি এলাকায় ট্রাকচাপায় দ্রবব্রত রায় নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা তার স্ত্রীসহ শিশু সন্তান গুরুতর আহত হয়েছেন।
রোববার (২০ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে আদিতমারী উপজেলার নামুড়ী এলাকায় পাটগ্রামগামী একটি ট্রাককে সাইট দিতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবব্রত রায় নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়। মোটরসাইকেলে থাকা তার স্ত্রী-সন্তান গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে আদিতমারী থানার উপপরিদর্শক শফিউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রস্তুত করা হচ্ছে।