র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২২/০৮/২০২৫ তারিখ রাত ১১.০০ ঘটিকার সময় র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন গোতমারী ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের অন্তর্গত দইখাওয়া বাজারস্থ বিদ্যাবাড়ি স্কুল এন্ড কলেজ এর মেইন গেটের সামনে দইখাওয়া বাজার হতে বোর্ডের হাট বাজার গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামির দেহ তল্লাশী করে জিন্স প্যান্টের ডান পকেট হতে ১৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ সোহেল রানা (২১), পিতা মোঃ সাইদার রহমান, মাতা-মৃত জরিনা বেগম, সাং-আমঝোল, ৮নং ওয়ার্ড, গোতামারী ইউপি, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।