র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায়ি ইং ০৪/০৯/২০২৫ তারিখ সকাল ১১.৩০ ঘটিকার সময় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর ইউপির ৮নং ওয়ার্ডস্থ চন্দ্রপুর উত্তর পাড়া গ্রামস্থ মোঃ বাদশা আলম, পিতা-মৃত ওবায়দুল এর বসত বাড়ির সামনে পশ্চিমপার্শ্বে মূল ফটকের সামনে মাটির কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেল তল্লাশি করে ১০০ বোতল ফেন্সিডিল ও ১০০ বোতল ESKuf এবং একটি মোটরসাইকেল উদ্ধার’সহ আসামি ১। মোঃ হোসেন আলী (৫০), পিতা-মৃত সাজম আলী, মাতা-মোছাঃ হাসনা বেগম, সাং-মোঙ্গাগাছ, ২। শ্রী পুষ্প রায় (২৫), পিতা-শ্রী মাদব রায়, মাতা-শ্রীমতী নাড্ডিবালা, সাং-পাইকেরটারী, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামি’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।