বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ১৬/০৮/২০২৫ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ০৫নং লক্ষীটারী ইউনিয়নের অন্তর্গত পূর্ব মহিপুর (০৬নং ওয়ার্ড) সাকিনস্থ নাহার হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে কাকিনা হতে রংপুরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মহিলা র্যাব সদস্য দ্বারা ধৃত আসামীর দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ৪৯ (উনপঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক মাদক ব্যবসায়ী ময়না (৪২), স্বামী-মোঃ রাজ্জাক, পিতা-শাহআলম, মাতা-ফরিদা বেগম, বর্তমান সাং-দক্ষিণ দেবীপুর, সিংড়া, থানা-ঘোড়াঘাট, জেলা-দিনাজপুর, স্থায়ী সাং-সাকারিয়া বানারিপাড়া, থানা ও জেলা-বরিশাল’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পৃথক একটি অভিযানে ইং ১৭/০৮/২০২৫ তারিখ দুপুর ০২.২০ ঘটিকার সময় র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ কবিবাড়ী স্মৃতিফলক সংলগ্ন কাকিনা জেবি প্রি-ক্যাডেট স্কুলের সামনে কালিগঞ্জ হতে কাকিনাগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি অটোরিক্সা তল্লাশি করে চালকের সিটের নিচে সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত ১৯৬ বোতল ফেন্সিডিল ও একটি অটোরিক্সা জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ মানিক মিয়া (৩৪), পিতা-মোহাম্মদ হোসেন, সাং-মৌভাসা ছোট রুপাই, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত সংশ্লিষ্ট আসামী’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।