শিরোনাম
রংপুরের কাউনিয়ায় বেপরোয়া গতির বাস কেড়ে নিল ২ মোটরসাইকেল আরোহীর প্রাণ র‌্যাব পুনর্গঠন হবে, পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্যের মৃত্যু রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত থাকবে : প্রধান উপদেষ্টা দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড  বিচার শেষ না হওয়া পর্যন্ত আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন উলিপুরে আওয়ামী লী‌গের দলীয় কার্যাল‌য় দখল করলেন চর উন্নয়ন ক‌মিটি আ. লীগ, জাপা ও ১৪ দলের নিবন্ধন বাতিল চায় গণঅধিকার পরিষদ ৪০ বিডিআর জওয়ানের জামিন মঞ্জুর দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
সোমবার, ১২ মে ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

র‌্যাব পুনর্গঠন হবে, পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র

ডেস্ক নিউজ : / ১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার (১২ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ‘র‌্যাব পুনর্গঠন করা হবে। র‍্যাব পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা ঈদের আগে পরিশোধ করতে হবে। তবে তাদের অবৈধ দাবি বরদাশত করা হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘গরুর হাটে চাঁদাবাজি বন্ধে প্রতি হাটে ১০০ জন আনসার সদস্য রাখতে হবে। যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। রাস্তায় যেন কোনো চাঁদাবাজি না হয়।’

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের (ওএইচসিএইচআর) এক প্রতিবেদনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্তির সুপারিশ করা হয়েছিল। এরপর সরকার এই এলিট বাহিনীকে ‘নতুন করে গঠনের’ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশে গত জুলাই-আগস্টের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে গত ১২ ফেব্রুয়ারি ওএইচসিএইচআর ওই প্রতিবেদন প্রকাশ করে। সেখানে র‌্যাব বিলুপ্তির সুপারিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কেবল সীমান্ত রক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়।

প্রতিবেদনে র‍্যাব সম্পর্কে বলা হয়, ‘র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করুন ও গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত নয় এমন কর্মীদের স্ব স্ব ইউনিটে ফিরিয়ে দিন।’

পরদিন সংবাদ সম্মেলনে ওএইচসিএইচআরের ওই সুপারিশকে স্বাগত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে এটা ওয়েলকাম করা হয়েছে। তারা ভালো কাজ করেছে। তারপরে আমরা বসে একটা ডিসিশন নেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ