শিরোনাম
শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছবি: পুলিশ বলছে ‘এআই’ দিয়ে তৈরি, ফটো সাংবাদিকরা বলছেন ‘রিয়েল’ জুলাই সনদের আগে নির্বাচনি রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের শামিল: এনসিপি পুলিশের গাড়ি আটকিয়ে মারধর করে আসামি ছিনতাই করে পালালো সহযোগীরা জামায়াত থেকে মন্ত্রী বানিয়েছি আমরা, এখন তারাই আক্রমণ করছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিএনপি খুশি : মির্জা ফখরুল বগুড়ায় অভিনব কায়দায় হানি ট্র্যাপিং: নগ্ন ছবি তুলে ৪ লাখ টাকা দাবি, আটক ৭ পুকুর থেকে চোখ-মুখ বাঁধা যুবকের লাশ উদ্ধার, সন্দেহে বড় ভাইসহ আটক ২ সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না: তানভীর হুদা ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন করেছে সরকার আওয়ামী স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড়: কাদের সিদ্দিকী
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

রোগীকে রেখে নার্সের টিকটক, সেই ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা

ডেস্ক রিপোর্ট / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নড়াইলের লোহাগড়ায় ‘প্রত্যাশা ক্লিনিক’ নামে এক হাসপাতালের অপারেশন থিয়েটারে রোগীর সঙ্গে একটি টিকটক ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ক্লিনিকটির অপারেশন থিয়েটার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত এ নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন—চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস, ইপিআই প্রকল্পের প্রধান সমন্বয়কারী প্রশান্ত ঘোষ, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, লোহাগড়া উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাপ্পি।

স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের ফুলিকাজির মোড়ে অবস্থিত প্রত্যাশা ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে মুমূর্ষু রোগীর পাশে টিকটক ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক মাধ্যমে আপলোড করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে অভিযুক্ত নার্স প্রিয়া তার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন। ক্লিনিকটির মালিক সেলিমও বিষয়টি ভুল স্বীকার করে সংশ্লিষ্ট নার্সকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে স্বাস্থ্য বিভাগ তৎপর হয়ে ওঠে। পরদিন সকালে জেলা সিভিল সার্জনের নির্দেশে উপজেলা স্বাস্থ্য বিভাগ ক্লিনিকটির অপারেশন থিয়েটারটি সিলগালা করে দেয়।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, ‘অপারেশন থিয়েটারের কোনো কর্মকাণ্ড প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। আর সেখানে মুমূর্ষু রোগীকে অপারেশন থিয়েটারের বেডে রেখে টিকটক করা সীমাহীন অপরাধ। অপারেশন থিয়েটারে টিকটক ভিডিও প্রকাশ হলে এটি স্বাস্থ্য বিভাগের নজরে আসে। পরে নড়াইল জেলা সিভিল সার্জনের নির্দেশে অভিযুক্ত ওই প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ