নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশন এলাকায় রাতে রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালা লাগিয়ে রাখার ঘটনায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি আন্তঃনগর ট্রেন। সময়মত বিষয়টি নজরে আসায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
শনিবার রাত ১০টার দিকে স্থানীয় এক পথচারী রেললাইনে তালাবদ্ধ শিকল দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের জানান এবং পরে খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষ ও নলডাঙ্গা থানা পুলিশকে। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আত্রাই থেকে ডাকা এক মিস্ত্রির সহায়তায় শিকল ও তালা কেটে ফেলে।
এ ঘটনায় সীমান্ত এক্সপ্রেস ট্রেন প্রায় ৩ ঘণ্টা, নীলসাগর এক্সপ্রেস ২ ঘণ্টা এবং একতা এক্সপ্রেস ৩০ মিনিট বিলম্বিত হয়। পরে রেলপথে স্বাভাবিক চলাচল পুনরায় শুরু হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি রেলওয়ে পুলিশের আওতায় হলেও আমরা খবর পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। এটি পরিকল্পিত নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উদ্ধার করা শিকল ও তালা মাধনগর রেলস্টেশনের হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে। দ্রুত তদন্ত ও দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।