মাহেরীন চৌধুরী তার কর্মের মাধ্যমে পৃথিবী যতদিন থাকবে ততদিন বেঁচে থাকবেন। তার জীবনে যে এমন ঘটনা ঘটেছে সে হয়তো সেটা দেখে যেতে পারতো, এটাই আর তেমন কিছু বলার নাই। রাষ্ট্রের নাগরিক হিসেবে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার বিষয় রাষ্ট চিন্তা করবেন। পারিবারিকভাবে আমাদের তেমন কিছু চাওয়া পাওয়ার নাই, সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মেহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল।
শুক্রবার (২৫ জুলাই) সকালে মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মনসুর হেলাল আরও বলেন, আমার দুই ছেলের জীবনটা সবেমাত্র শুরু হয়েছিলো, ওদের ম্যান পাওয়ার ছিলো ওদের মা। এখন ওদের যে ভবিষ্যৎ গড়ার মানুষ এখন তাদের ছেড়ে বহুদূরে চলে গেছে। আপনারা সকলে আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন। তার মা মৃত্যুর পর পৃথিবীর মানুষ যে সম্মানটুকু দিয়েছেন সেটা যাতে রক্ষা করতে পারে। তারা এমন কিছু করবেনা যাতে তাদের মায়ের সম্মান নষ্ট না হয়। মাহেরীনের সঙ্গে আরও যারা শহীদ হয়েছেন নিষ্পাপ বাচ্চাগুলো সকল শহীদের জন্য অন্তর থেকে দোয়া রইল।
প্রসঙ্গত, ঢাকার মাইনস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর কবর জিয়ারতের সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।