ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাশিয়ার হয়ে নতুন করে আরও ২৫ থেকে ৩০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে জানা গেছে, আগামী কয়েক মাসের মধ্যেই এই বিপুলসংখ্যক সেনা রাশিয়ায় পৌঁছাতে পারে।
গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, এর আগেও ২০২৪ সালের নভেম্বরে উত্তর কোরিয়া রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে অন্তত ১১ হাজার সেনা পাঠিয়েছিল। এসব সেনা ইউক্রেনীয় বাহিনীর কুরস্ক অঞ্চলে প্রবেশ ঠেকাতে সক্রিয়ভাবে অংশ নেয়। তাদের সক্রিয়তার ফলে ইউক্রেন কুরস্ক থেকে বেশিরভাগ সেনা প্রত্যাহারে বাধ্য হয় এবং সে সময় বেশ কয়েকজন ইউক্রেনীয় সেনাও প্রাণ হারান।
পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো দাবি করেছে, কুরস্ক অঞ্চলে সংঘর্ষে অংশ নেওয়া উত্তর কোরিয়ার অন্তত ৪ হাজার সেনা আহত বা নিহত হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত উত্তর কোরিয়া (পিয়ংইয়ং) বা চীন (বেইজিং) কোনো মন্তব্য করেনি। রাশিয়াও আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি।
বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার এই পদক্ষেপ রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে আরও জটিল করে তুলতে পারে এবং এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক চাপ সৃষ্টি হতে পারে।
উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের এই তথ্য যদি নিশ্চিত হয়, তবে এটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের একটি নতুন মাত্রা হয়ে দাঁড়াবে। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন পিয়ংইয়ংয়ের পরবর্তী পদক্ষেপের দিকে।