কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে সাবেক সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন প্রধানের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার মডেল মসজিদের পাশের গেদ্ধারের বিলের কচুরিপানার নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত স্বপন প্রধান নাগেশ্বরী শহরের সাতানী পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি একসময় সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, কয়েক বছর আগে তিনি গোদ্ধারের পাড় বিলের পাশে জমি কিনে ‘লেক সিটি’ নামক একটি স্থাপনা নির্মাণ করেন। বিলের পাশেই তার মালিকানাধীন হলিকেয়ার ক্লিনিক-এর একটি কক্ষে মাঝেমধ্যে বসতেন তিনি।
স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। পুলিশও প্রাথমিকভাবে হত্যার সম্ভাবনার কথা জানাচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তালহা নামের এক সৎ ভাইকে আটক করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মরদেহটি কচুরিপানার নিচে লুকানো ছিল। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে ।