ইরান-ইসরায়েল সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে। একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে, বাড়ছে ক্ষয়ক্ষতি। তবে হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার রাতভর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে কয়েকটি প্রতিহত করেছে ইসরায়েল।
জর্ডানের আম্মান থেকে আল জাজিরার প্রতিবেদক নুর ওদেহ জানান, ইরানের হামলা ইসরায়েলিদের স্বাভাবিক জীবনে নজিরবিহীন ছন্দপতন ঘটাচ্ছে। তিনি বলেন, ‘গত ছয় দিনে ইসরায়েলিরা এমন একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে, যা তারা আগে কখনও দেখেনি। শক্তিশালী সেনারা ইসরায়েলি শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে’।
অপরদিকে তেহরান ও এর আশপাশের এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নতুন হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত হওয়া যায়নি। তবে ওয়াশিংটনভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধের সপ্তম দিন পর্যন্ত ইরানে ইসরায়েলি হামলায় অন্তত ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ।