শিরোনাম
চেয়ারম্যানের গাড়ির তেলের টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে ৩৩ বছর নখ কাটেন না দিনাজপুরের ফুলবাড়ীর অরুণ আ. লীগকে ফিরিয়ে আনাই দিল্লির দোসরদের মিশন : ঢাবি শিবির সভাপতি নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে দেওয়া হবে বডি ক্যামেরা: স্বরাষ্ট্র উপদেষ্টা বেরোবি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর জন্য ৭টি বাস ভাড়ার অনুমোদন নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা জামায়াত নেতাদের ছবির স্থানে খালেদা জিয়ার ‘বয়ান’ টাঙাল ছাত্রশিবির রাণীশংকৈলে ৫ আগস্ট বিজয় গণমিছিলে মূখরিত পুরোশহর  রাজাকারমুক্ত করতে পারলে বাংলাদেশকে ফের বন্ধু বানাবে ভারত: ময়ূখ রঞ্জন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

রাণীশংকৈলে ৫ আগস্ট বিজয় গণমিছিলে মূখরিত পুরোশহর 

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বিএনপি  জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির বিজয় র‍্যালি আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড র‍্যালি নিয়ে জড়ো হয়। পরে সেখান থেকে বিজয়ের আনন্দ মিছিল বের করা হয়। অংশগ্রহণকারীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, ও বিভিন্ন ফেস্টুন দেখা যায়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর ঘুরে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর চৌরাস্তা মৌড়ে গিয়ে সমবেত  হয়।

উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলআমা আল ওয়াদুদ বিন নূর আলিফ, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি কামাল আনোয়ার, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সহ সভাপতি শাহাদাৎ হোসেন, মাহামুদুন নবী পান্না ও খলিলুর রহমান খলিল,যুগ্ম সম্পাদক সাহাবউদ্দিন মাস্টার, উপজেলা নারী দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমন আর বকুল মজুমদার।

জামায়াতে ইসলামীঃ মঙ্গলবার (৫ আগস্ট)  রাণীশংকৈল জামায়াতে ইসলামী অফিসে বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড র‍্যালি নিয়ে জড়ো হয়। পরে সেখান থেকে বিজয়ের আনন্দ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে বক্তব্য রাখেন রাখেন উপজেলা জামায়াতের আমির উপধ্যক্ষ রফিকুল ইসলাম, সেক্রেটারী রজব আলী, জেলা যুব বিভাগের সভাপতি শাহাজালাল জুয়েল, উপজেলা সভাপতি মোকাররম হোসেন।

ছাত্র জনতাঃ রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে থেকে ছাত্র জনতার একটি বিজয় র‍্যালী বের হয়ে শিবদীঘি যাত্রীছাউনি মোড়ে গিয়ে সমবেত হয়। সেখানে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে এবং আনন্দে সাইকেল খেলায় মেতে উঠে স্কুল কলেজের শিক্ষাথর্ীরা। এসময় বক্তব্য রাখেন, জামায়াতের সেক্রেটারী রজব আলী,বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,ছাত্র প্রতিনিধি তারেক ও হাবিব।

জুলাই চত্বরঃ জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা ধরে রাখতে পৌর শহরের শিবদিঘী যাত্রী ছাউনি মোড়ে জুলাই চত্বর হিসেবে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান ও ওসি মুহা আরশেদুল হক। এতে ছাত্র জনতার মধ্যে দেখা দিয়েছে উচ্ছার্স ও উদ্দীপনা।

গনঅধিকার পরিষদঃ আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে রাণীশংকৈল উপজেলা গণঅধিকার পরিষদ বিজয় র‍্যালি ও আলোচনা সভা করেছে। এসময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সভাপতি সোহরাব হোসেন,সম্পাদক জাফর আলী।ইসলামি আন্দোলনঃ চরমোনাই পীরের অনুসারিরা ইসলামী আন্দোলন রাণীশংকৈল ইপজেলা শাখা আনন্দ র‍্যালি ও শোভা যাত্রা পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ