ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার ২ চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করে শনিবার (২ আগষ্ঠ) ঠাকুরগাঁও জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
জানা যায়,গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর নাঈম এর নেতৃত্বে সেনা টহল দল উপজেলায় মাদ্রাসা মোড় হতে অভিযান চালিয়ে ভান্ডারা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র রাজু মিয়া (২৬) ও দোশিয়া রাজবাড়ি এলাকার আইনুল হকের পুত্র আনোয়ার হোসেন (ছোটুন) (২৭) কে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে এরা বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করে আসছিল গতকাল ট্রাকচালকের নিকট হতে চাঁদা আদায়ের রশিদসহ হাতেনাতে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে।
স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরেই পৌরসভার নামে লোড আনলোড ও ট্রাক-ট্যাংক-লড়ির চাঁদা আদায় করে আসছিলো। কিন্তু পৌর প্রশাসক তা বন্ধ করে দেয়, এরপরেও তারা যানবাহন থামিয়ে টাকা আদায় করছিল। সেনাবাহিনীর বিশেষ অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান আগামিতেও চলমান থাকবে বলে ক্যাম্প কমান্ডার মেজর নাঈম জানান।
এ প্রসঙ্গে ট্রাক-ট্যাংক-লড়ির সম্পাদক শাহাবুদ্দিন বলেন, আটককৃত দু’জনে আমাদের সংগঠনের চালান ও পৌরসভার লোড-আনলোডের চাঁদা আদায় করছিল। কিন্তু পৌরকর ও আমাদের সংগঠনের চাঁদা আদায় বন্ধ রয়েছে। আমাদের না জানিয়ে গোপনে তারা এই কাজটি করছিল। এজন্য সংগঠন দায়ি নহে।
এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক বলেন আটককৃত দুজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। তাদের কে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।