তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ও ভারতের সঙ্গে বিরূপ সম্পর্কের জের ধরে তাতে অনিশ্চয়তা তৈরি হয়। আসন্ন সিরিজ নিয়ে বিসিবিকে সরকারের অনুমতির অপেক্ষায় থাকার কথা জানিয়েছিল রোহিত-কোহলিদের বোর্ড বিসিসিআই। সেই সিরিজ এবার স্থগিত হতে যাচ্ছে! (খবর: বিবিসি)
সংবাদমাধ্যম বিবিসি বাংলা জানিয়েছে, দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় সরকারি সূত্রের মতে– বাংলাদেশ সফর নিয়ে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি বিসিসিআই। পুরোপুরি ‘রাজনৈতিক কারণেই’ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে ভারত সরকার সায় দিচ্ছে না, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এখন সিরিজ না হলেও পরে আবারও সময়সূচি পুনঃনির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দিল্লি মনে করছে, এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের মধ্যে শীতল কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতে যে ধরনের ‘বিরূপ মনোভাব’ দেখা যাচ্ছে– তাতে সে দেশে গিল-রাহুলদের সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না। বাংলাদেশ-ভারতের এই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ১৭ থেকে ৩১ আগস্টের মধ্যে। সরকারের এই মনোভাব জানার পর বিসিসিআই এই সফর ‘রিশিডিউল’ করার জন্য বিসিবির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনাও শুরু করেছে, যা বিসিবির কর্মকর্তারাও নিশ্চিত করেছেন।