রাজধানীর মোহাম্মদপুরে আবারও ধারালো সামুরাই হাতে কিশোর গ্যাংয়ের সদস্যদের মহড়া দিতে দেখা গেছে। সোমবার (১১ আগস্ট) ভোর ৪টা ও সকাল ৬টায় দুই দফায় ধারালো অস্ত্র হাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় মহড়া দিতে দেখা যায় তাদের।
এ ঘটনার দু’টি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগামাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। ভিডিওতে কিশোর গ্যাংয়ের দু’টি গ্রুপের সদস্যদের হাতে ধারালো সামুরাইয়ের পাশাপাশি এক পক্ষকে অপর পক্ষের দিকে ইট-পাটকেল ছুড়ে মারতেও দেখা যায়।
দু’দিন আগেই (৯ আগস্ট) রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে ভিডিওতে দেখা যাওয়া সামুরাইয়ের মতো দেখতে সামুরাইসহ ১১শ’র বেশি ধারালো অস্ত্র উদ্ধার করে মোহাম্মদপুর সেনাবাহিনী। এরমধ্যেই সোমবার মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের সদস্যদের ধারালো অস্ত্র হাতে এমন মহড়া দিতে দেখা গেল।
এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে এই সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।