শিরোনাম
রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে জামাই-শ্বশুর হত্যার ঘটনায় গ্রেফতার ৪ ফেসবুক লাইভে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলো হলেন অভীক তালুকদার রাজধানীতে ভোররাতে ধারালো অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, ভিডিও ভাইরাল বেরোবিতে পরীক্ষা ছাড়াই পাস ছাত্রলীগ নেত্রী, ৭ মাসেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন জাতীয় পার্টি সবসময় গণতান্ত্রিক সরকারের পক্ষে : রুহুল আমিন হাওলাদার হাকিমপুরে আনসার ভিডিপির বৃক্ষ রোপণ কর্মসূচি ‘বাড়িতে বইসা খাওয়ার জায়গা নাই, তোরা বিমানে যাইস ফাইভস্টারে থাকস’ রড বোঝাই ট্রাক লুটের অভিযোগ, যুবদল কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার ঘণ্টায় প্রায় ১০০টি উল্কাবৃষ্টি, এ সপ্তাহে দেখা যাবে বাংলাদেশ থেকেও
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

রড বোঝাই ট্রাক লুটের অভিযোগ, যুবদল কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার

ডেস্ক রিপোর্ট / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রড বোঝাই ট্রাক ডাকাতির মামলায় গ্রেপ্তার হন যুবদলকর্মী সোলেমান সুজন। এ ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবদলের প্রাথমিক সদস্য পদ থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিকেলে উপজেলার সুন্দলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন সুমন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত সুজনের সঙ্গে কোনো নেতা-কর্মী সম্পর্ক রাখলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, কুমিল্লা থেকে রড বোঝাই একটি ট্রাক ডাকাতি করে নিয়ে আসে কবিরহাট উপজেলার ডাকাতদল। পরে রড আনলোড করার সময় হাতেনাতে যুবদল কর্মীসহ দুইজনকে গ্রেপ্তার করে কবিরহাট থানা পুলিশ। তারা হলেন— সুন্দলপুর গ্রামের মফিজুর রহমান আনন্দ মাস্টারের ছেলে যুবদল কর্মী সোলেমান সুজন ও কবিরহাট পৌরসভার উত্তর ঘোষবাগ গ্রামের ওমর আলীর ছেলে আবু ছায়েদ।

এ ঘটনায় রোববার সন্ধ্যায় আটক দুইজনসহ মোট ১০-১২ জনের বিরুদ্ধে কবিরহাট থানায় একটি ডাকাতির মামলা দায়ের হয়েছে। এর আগে শনিবার (৯ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে ডিউটিরত অবস্থায় কবিরহাট বাজার ও ভুঁইয়ারহাট বাজারের মাঝামাঝি স্থানে দুই যুবককে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা ড্রাইভার ও হেলপার পরিচয় দিয়ে জানায়, কুমিল্লা থেকে ডাকাতরা তাদের মারধর করে ট্রাক ও রড নিয়ে কবিরহাটে আসে। পরে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে ট্র্যাকার দিয়ে অবস্থান শনাক্ত করা হয়। পুলিশ সুন্দলপুরে গিয়ে ট্রাক ও রড উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত বলেন, রড আনলোডের শব্দ শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে যুবদল কর্মী সোলেমান সুজনসহ দুইজনকে ট্রাক ও রডসহ গ্রেপ্তার করি। পরে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ