আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রংপুর-১ (গংগাচড়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশনের ১-৮ নং ওয়ার্ড) আসনে হানিফ খান সজীবকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ (জিওপি)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হাসান আল মামুন। এসময় উপস্থিত ছিলেন সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা।
এক প্রতিক্রিয়ায় সংগঠনটির উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান বলেন, “২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে সক্রিয় হই। বৈষম্যের বিরুদ্ধে সবসময় সাধারণ মানুষের পক্ষে কাজ করেছি।”
তিনি আরও বলেন, “উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন ও বাজেটে অবহেলিত। তিস্তা প্রকল্প এখনো কেবল বক্তৃতায় সীমাবদ্ধ। এই অবস্থার পরিবর্তনে বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন।”
প্রার্থী মনোনয়ন পাওয়ায় তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
রংপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শেরে খোদা আসাদুল্লাহ জানান, “কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করব।”