রংপুর মেডিকেল কলেজ (রমেক) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ইন্টার্ন ডক্টরস সোসাইটির নবনির্বাচিত সভাপতি সাদমান সাকিব মিরাজের বিরুদ্ধে হোস্টেলের ভিতরেই গাঁজা সেবনের আসর বসানোর অভিযোগ উঠেছে। অভিযোগের প্রমাণ হিসেবে একটি কথোপকথনের স্ক্রিনশর্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ইশফাক হোসেন নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা স্ক্রিনশর্টে দেখা যায়, মিরাজের সঙ্গে অন্য একজনের কথোপকথনে গাঁজা সেবনের আলাপ চলছে। স্ক্রিনশর্ট অনুযায়ী, মিরাজ ‘শুকনা’ এবং ‘শীঘ্রই লিকুইড খাবে’ বলে প্রতিউত্তর দিয়েছেন।
স্থানীয় শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী জানা যায়, রমেকের মুক্তা হোস্টেলে গোপনে গাঁজা সেবনের আসর বসে এবং এতে ছাত্রদল নেতা মিরাজের যোগসাজশ রয়েছে। বিষয়টি সামনে আসার পরেই কথোপকথনের স্ক্রিনশর্ট ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া মিরাজের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রমেক শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ তানভীর রহমানের নিবিড় যোগাযোগের অভিযোগও উঠেছে।
অভিযুক্ত সাদমান সাকিব মিরাজ বলেন, ‘আমি ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি নির্বাচিত হওয়ায় ছাত্রদল ও শিবিরের একটি গ্রুপ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্ক্রিনশর্ট বানানো সম্ভব। এসব অভিযোগ ভিত্তিহীন।’
এ বিষয়ে রমেক শাখা ছাত্রদলের সভাপতি ডাঃ মো. আল মামুন বলেন, ‘বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভাইরাল হওয়া স্ক্রিনশর্টের বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছি। যতটুকু তথ্য পেয়েছি, গাঁজার আসরের ঘটনাটি মিথ্যা নয়। আমরা প্রমাণ সংগ্রহ করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবো।’