দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষায় ১৩টি স্কুল থেকে কোনো শিক্ষার্থীই পাস করেনি। আজ বৃহস্পতিবার দুপুর ২টা এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এই তথ্য পাওয়া যায়।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার তিনটি, রংপুর জেলার দুইটি, গাইবান্ধা জেলার দুইটি, ঠাকুরগাঁও জেলার দুইটি এবং দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় জেলার একটি করে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
এর মধ্যে কুড়িগ্রাম জেলার পূর্ব কুমারপুর আদর্শ হাইস্কুল থেকে মাত্র একজন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ ছাড়া ওই জেলার পায়রাডাঙ্গা হাইস্কুল থেকে ১১ জন, নজর মামুদ হাই স্কুল থেকে ৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
রংপুরের রতনপুর হাই স্কুল থেকে চারজন এবং ছোট উজিরপুর হাই স্কুল থেকে ৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গাইবান্ধার গৌরিদহ হাই স্কুল থেকে ২৪ জন এবং বিশ্বনাথপুর আদর্শ হাই স্কুল থেকে চারজন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
ঠাকুরগাঁও জেলার সনুয়া উচ্চ বিদ্যালয় থেকে দুইজন এবং জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় থেকে চারজন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। নীলফামারীর শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয় থেকে চারজন, লালমনিরহাটের পশ্চিম বড়ুয়া রোটারি হাই স্কুল থেকে ৮ জন, দিনাজপুরের সাত খামার উচ্চ বিদ্যালয়ে থেকে চারজন এবং পঞ্চগড় জেলার দাবার ভাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে একজনও পাস করেনি।