রংপুর কারমাইকেল কলেজের রসায়ন বিভাগের অনার্স প্রথম বর্ষের(সেশন:২০২৪-২৫) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১ জুলাই)সকাল ১০ ঘটিকা কারমাইকেল কলেজের রসায়ন বিভাগের ৭৪ নম্বর কক্ষে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: সাইফুর রহমান।আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. মো: রোকনুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. মো: মোফাখখারুল ইসলাম,সহযোগী অধ্যাপক মো: আব্দুল কুদ্দুস সরকার, সহকারী অধ্যাপক মোহাম্মদ বাদল রহমান,সহকারী অধ্যাপক মো:মাহফুজুল ইসলাম,সহকারী অধ্যাপক সমরেশ কৃষ্ণ রায়,সহকারী অধ্যাপক শায়লা আক্তার,প্রভাষক কে. এম. রিয়াসাত-আল-মুলক,প্রভাষক স্বপন চন্দ্র সরকার।ওরিয়েন্টেশন ক্লাসের অনুষ্ঠান সঞ্চালনা করেন রসায়ন বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক সমরেশ কৃষ্ণ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সকল বর্ষের শিক্ষার্থী প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কারমাইকেল কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজার রহমান নবীনদের উদ্দেশ্যে বলেন,”কারমাইকেল কলেজ উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।তোমরা পরীক্ষা দিয়ে এই জায়গায় এসেছো।নিয়মিত ক্লাস করলে জ্ঞান অর্জনের পাশাপাশি অনেক ভালো ভালো জায়গায় যাওয়া সম্ভব।” সবশেষে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার বক্তব্য শেষ করেন।
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ওরিয়েন্টেশন ক্লাসের অনুষ্ঠান সাজানো হয়।প্রথমে ফুল,চকলেট,কলম,কাগজ পরিবহন ব্যাগ দিয়ে নবীনদের বরণ করা হয়।তারপর শুরু হয় পরিচয়পর্ব।পরিচয়পর্বে শিক্ষার্থীরা তাদের পরিচয় প্রদান করেন।পরবর্তীতে বিভাগের শিক্ষকরা নিজেদের পরিচয় প্রদান করেন এবং নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।