শিরোনাম
হাসপাতালে আহতদের দেখতে উপদেষ্টা নেতাদের ভিড়; চিকিৎসা-উদ্ধার ব্যাহত, সমালোচনা স্কুল থেকে ছেলে ফিরলেও এখনো ফেরেননি ছেলেকে আনতে যাওয়া মা ২০ শিক্ষার্থীর জীবন বাঁচানো সেই শিক্ষিকা মেহেরীন না ফেরার দেশে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ: লোডশেডিংয়ে উত্তরাঞ্চলের ৮ জেলা মাইলস্টোন ট্রাজেডি; সারাদেশে দোয়া মাহফিল করবে বিএনপি ছেলেকে পেলেও তৃতীয় শ্রেণির আফিয়াকে হন্যে হয়ে খুঁজছেন মা রাষ্ট্রীয় শোক থাকলেও স্থগিত হচ্ছে না এইচএসসি: পরীক্ষা নিয়ন্ত্রক বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত : মো‌দি দগ্ধদের দেখতে নেতাকর্মীদের নিয়ে হাসপাতালে যাওয়া বন্ধ করুন: সারজিস মাইলস্টোন নয়, দিয়াবাড়ির ফাঁকা স্থানে বিমানটি নেওয়ার প্রাণপণ চেষ্টা করেছিলেন তৌকির
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

রংপুর কারমাইকেল কলেজের রসায়ন বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত।

মো:ইব্রাহীম খলিলুল্লাহ, স্টাফ রিপোর্টার / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

 

 

রংপুর কারমাইকেল কলেজের রসায়ন বিভাগের অনার্স প্রথম বর্ষের(সেশন:২০২৪-২৫) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

 

আজ (২১ জুলাই)সকাল ১০ ঘটিকা কারমাইকেল কলেজের রসায়ন বিভাগের ৭৪ নম্বর কক্ষে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: সাইফুর রহমান।আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. মো: রোকনুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. মো: মোফাখখারুল ইসলাম,সহযোগী অধ্যাপক মো: আব্দুল কুদ্দুস সরকার, সহকারী অধ্যাপক মোহাম্মদ বাদল রহমান,সহকারী অধ্যাপক মো:মাহফুজুল ইসলাম,সহকারী অধ্যাপক সমরেশ কৃষ্ণ রায়,সহকারী অধ্যাপক শায়লা আক্তার,প্রভাষক কে. এম. রিয়াসাত-আল-মুলক,প্রভাষক স্বপন চন্দ্র সরকার।ওরিয়েন্টেশন ক্লাসের অনুষ্ঠান সঞ্চালনা করেন রসায়ন বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক সমরেশ কৃষ্ণ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সকল বর্ষের শিক্ষার্থী প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কারমাইকেল কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজার রহমান নবীনদের উদ্দেশ্যে বলেন,”কারমাইকেল কলেজ উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।তোমরা পরীক্ষা দিয়ে এই জায়গায় এসেছো।নিয়মিত ক্লাস করলে জ্ঞান অর্জনের পাশাপাশি অনেক ভালো ভালো জায়গায় যাওয়া সম্ভব।” সবশেষে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার বক্তব্য শেষ করেন।

 

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ওরিয়েন্টেশন ক্লাসের অনুষ্ঠান সাজানো হয়।প্রথমে ফুল,চকলেট,কলম,কাগজ পরিবহন ব্যাগ দিয়ে নবীনদের বরণ করা হয়।তারপর শুরু হয় পরিচয়পর্ব।পরিচয়পর্বে শিক্ষার্থীরা তাদের পরিচয় প্রদান করেন।পরবর্তীতে বিভাগের শিক্ষকরা নিজেদের পরিচয় প্রদান করেন এবং নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ