রংপুরের কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের হার্ট সেন্টারে একশো’টি জটিল হার্ট অপারেশন সফলভাবে সম্পন্ন করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার ( ২৮ জুলাই) দুপুরে হাসপাতাল ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তারা।
রংপুর গ্রুপের পরিচালক ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের হার্ট সেন্টারের কো-অর্ডিনেটর মোয়াজ্জেম হোসেন সরকার বলেন, গত এক মাসে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের হার্ট সেন্টারে শতভাগ সফলতার সাথে ১০০টি করোনারি এনজিওগ্রাম, স্টেন্টিং(রক্তনালীতে রিং পড়ানো), পার্মানেন্ট ও টেম্পোরারি পেসমেকার স্থাপন ও ডিজিটাল সাবসট্রাকশন এনজিওগ্রাফি (DSA) অপারেশন সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটির হার্ট সেন্টারে রয়েছে আন্তর্জাতিক মানের ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্ট, সার্বক্ষণিক(২৪/৭) নার্সিং সাপোর্ট এবং পরিপূর্ণ মনিটরিং সুবিধা। চিকিৎসা নিতে আসা রোগীরা পাচ্ছেন সাশ্রয়ী খরচে উন্নত চিকিৎসা সেবা।
তিনি আরও যোগ করেন, এটি আমাদের জন্য অসাধারণ একটি পাওয়া। এত কম সময়ে উল্লেখযোগ্য সংখ্যক রোগে আমাদের হার্ট সেন্টার থেকে চিকিৎসা সেবা নিয়েছেন। যারা চিকিৎসা সেবা নিয়েছেন তারা এখন সম্পূর্ণরূপে সুস্থ রয়েছেন। আমরা হার্ট সেন্টারে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সল্প খরচের সকল চিকিৎসা সেবা দিয়ে আসছি। ভবিষ্যতে উত্তরাঞ্চলের চিকিৎসা সেবাকে এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার বলেন, রংপুর গ্রুপ সর্বদা রংপুরের মানুষদের কথা চিন্তা করে এবং এই অঞ্চলের মানুষদের জীবনমান উন্নয়নে নানান পদক্ষেপ গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের হাসপাতালে অত্যাধুনিক ক্যাথল্যাব সম্বলিত হার্ট সেন্টার স্থাপন করি। স্থাপনের এক মাসের মধ্যেই আমরা অভাবনীয় সাফল্য অর্জন করেছি। এই সাফল্যের পেছনে রয়েছে আমাদের দক্ষ চিকিৎসক দল, আধুনিক যন্ত্রপাতি এবং রোগীদের আস্থাভাজন স্বাস্থ্যসেবা। আমরা চাই ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে হৃদরোগের উন্নত চিকিৎসা সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে। আপনাদের সহযোগীতায় আমরা এই অঞ্চলের মানুষদের সকল ধরনের সেবা দিতে চাই।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির হার্ট সেন্টারে রয়েছে আন্তর্জাতিক মানের ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্ট, সার্বক্ষণিক(২৪/৭) নার্সিং সাপোর্ট এবং পরিপূর্ণ মনিটরিং সুবিধা। চিকিৎসা নিতে আসা রোগীরা পাচ্ছেন সাশ্রয়ী খরচে উন্নত চিকিৎসা সেবা।