শিরোনাম
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি; চাঁদার টাকায় কেনা অপুর মোটরসাইকেল উদ্ধার প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা বিএনপি নেতা পঞ্চগড়ে ৯ জনকে পুশ ইন করল বিএসএফ ঠাকুরগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার ৫ আগস্টের মধ্যে ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র : মাহফুজ প্রয়োজনে আরও ১৭ বছর আন্দোলন করবে বিএনপি: মির্জা আব্বাস লালমনিরহাটে ইউএনওর স্বাক্ষর স্ক্যান করে দুর্নীতি; জামায়াত নেতাকে শোকজ দিনাজপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের মিছিলের চেষ্টা, ২ জন গ্রেপ্তার রংপুর কমিউনিটি মেডিকেলে এক মাসে ১০০টি সফল হার্ট অপারেশন সম্পন্ন এনসিপির অপরাজনীতি ও জুলাই বিক্রি বন্ধ করতে হবে : মাসুদ
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

রংপুর কমিউনিটি মেডিকেলে এক মাসে ১০০টি সফল হার্ট অপারেশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

রংপুরের কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের হার্ট সেন্টারে একশো’টি জটিল হার্ট অপারেশন সফলভাবে সম্পন্ন করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার ( ২৮ জুলাই) দুপুরে হাসপাতাল ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তারা।

রংপুর গ্রুপের পরিচালক ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের হার্ট সেন্টারের কো-অর্ডিনেটর মোয়াজ্জেম হোসেন সরকার বলেন, গত এক মাসে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের হার্ট সেন্টারে শতভাগ সফলতার সাথে ১০০টি করোনারি এনজিওগ্রাম, স্টেন্টিং(রক্তনালীতে রিং পড়ানো), পার্মানেন্ট ও টেম্পোরারি পেসমেকার স্থাপন ও ডিজিটাল সাবসট্রাকশন এনজিওগ্রাফি (DSA) অপারেশন সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটির হার্ট সেন্টারে রয়েছে আন্তর্জাতিক মানের ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্ট, সার্বক্ষণিক(২৪/৭) নার্সিং সাপোর্ট এবং পরিপূর্ণ মনিটরিং সুবিধা। চিকিৎসা নিতে আসা রোগীরা পাচ্ছেন সাশ্রয়ী খরচে উন্নত চিকিৎসা সেবা।

তিনি আরও যোগ করেন, এটি আমাদের জন্য অসাধারণ একটি পাওয়া। এত কম সময়ে উল্লেখযোগ্য সংখ্যক রোগে আমাদের হার্ট সেন্টার থেকে চিকিৎসা সেবা নিয়েছেন। যারা চিকিৎসা সেবা নিয়েছেন তারা এখন সম্পূর্ণরূপে সুস্থ রয়েছেন। আমরা হার্ট সেন্টারে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সল্প খরচের সকল চিকিৎসা সেবা দিয়ে আসছি। ভবিষ্যতে উত্তরাঞ্চলের চিকিৎসা সেবাকে এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার বলেন, রংপুর গ্রুপ সর্বদা রংপুরের মানুষদের কথা চিন্তা করে এবং এই অঞ্চলের মানুষদের জীবনমান উন্নয়নে নানান পদক্ষেপ গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের হাসপাতালে অত্যাধুনিক ক্যাথল্যাব সম্বলিত হার্ট সেন্টার স্থাপন করি। স্থাপনের এক মাসের মধ্যেই আমরা অভাবনীয় সাফল্য অর্জন করেছি। এই সাফল্যের পেছনে রয়েছে আমাদের দক্ষ চিকিৎসক দল, আধুনিক যন্ত্রপাতি এবং রোগীদের আস্থাভাজন স্বাস্থ্যসেবা। আমরা চাই ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে হৃদরোগের উন্নত চিকিৎসা সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে। আপনাদের সহযোগীতায় আমরা এই অঞ্চলের মানুষদের সকল ধরনের সেবা দিতে চাই।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির হার্ট সেন্টারে রয়েছে আন্তর্জাতিক মানের ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্ট, সার্বক্ষণিক(২৪/৭) নার্সিং সাপোর্ট এবং পরিপূর্ণ মনিটরিং সুবিধা। চিকিৎসা নিতে আসা রোগীরা পাচ্ছেন সাশ্রয়ী খরচে উন্নত চিকিৎসা সেবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ