শিরোনাম
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তান উপপ্রধানমন্ত্রীর বৈঠক, সার্ক পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ তৌহিদ আফ্রিদিকে বরিশালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সিআইডি-পুলিশ পকেট ভরতে চাইলে বিএনপি করা ছেড়ে দেন: শহীদ উদ্দীন চৌধুরী আমরা চাই একাত্তরের গণহত্যার বিষয়ে পাকিস্তান মাফ চাক: পররাষ্ট্র উপদেষ্টা বিদ্যুতের তারের পর এবার রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে মওলানা ভাসানী সেতু থেকে রংপুর ইন্টার্ন ডক্টরস সোসাইটি নির্বাচনে বিতর্ক: ভোটার তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ সদস্য পবিত্র ঈদে মিলাদুন্নবী আগামী ৬ সেপ্টেম্বর ইউএনও’র নির্দেশে বে-আইনি ভাবে বালু উত্তোলনের গর্তে  ডুবে এক শিশুর মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক পদে ছাত্রলীগ নেতার নিয়োগ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের দাবিতে শিক্ষার্থীদের গণসমাবেশ
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

রংপুর ইন্টার্ন ডক্টরস সোসাইটি নির্বাচনে বিতর্ক: ভোটার তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ সদস্য

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তারদের সংগঠন ইন্টার্ন ডক্টরস সোসাইটির (IDS) আসন্ন নির্বাচন ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রকাশিত ১৬৭ জন ভোটারের তালিকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের (BCL) ১৩ জন সদস্যের নাম সরাসরি পদপ্রান্তে রয়েছে।

এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ সংগঠনের গঠনতন্ত্রে ছাত্রলীগের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের প্রার্থী হওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকলেও ভোটার হিসেবে তাদের অংশগ্রহণের বিষয়ে স্পষ্ট বিধান নেই।

আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিতব্য IDS নির্বাচনে যে সকল ছাত্রলীগের পদপ্রান্ত সদস্যের নাম ভোটার তালিকায় রয়েছে তারা হলেন: উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: দ্বাহাক তালুকদার, উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক: নাজমুল হাসান হৃদয়, উপ পাঠাগার বিষয়ক সম্পাদক: আল ইমরান, অর্থ বিষয়ক সম্পাদক: তৌফিক জামান, উপ-অর্থ বিষয়ক সম্পাদক: মো: ফিরোজ খান, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক: আশিস মন্ডল, উপ-ক্রীড়া সম্পাদক: আমানউল্লাহ পলক, উপ-আপ্যায়ন ও উন্নয়ন বিষয়ক সম্পাদক: অর্ণব চক্রবর্তী, সহ-সম্পাদক: আরিফুর ইসলাম রাহুল, ইভান আহম্মেদ সদস্য: মুরাদ মবিন নিবিড়, ফয়সাল আহমেদ রনি, জয় মন্ডল।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ডা. মেহেদী হাসান সিয়াম বলেন, আমাদের প্রিভিয়াস কমিটি একটা গঠনতন্ত্র করে দিয়েছে। ওখানে একটা নিয়ম আছে যে ছাত্রলীগের সাথে প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে যারা জড়িত তারা প্রার্থী হতে পারবে না। মানে কোনো একটা পদে দাঁড়াইতে পারবে না কিন্তু ভোটার হতে পারবে না। এরকম কোনো কিছু গঠনতন্ত্রে লেখা নেই।

তিনি আরও বলেন, কলেজ কর্তৃপক্ষ বা হাসপাতালের পরিচালক সহ প্রশাসনিক কোনো পক্ষও এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, যে কারণে তারা এটি এড়িয়ে গেছেন।

ডা. সিয়াম আরও জানান যে, তারা গঠনতন্ত্র অনুযায়ী কাজ করছেন এবং অনেকেই দাবি করেছেন যে এই সদস্যদের যেন ভোটের তালিকা থেকে বাদ দেওয়া না হয়। এটা ওদের ব্যাচ ডিসিশন। ওদের ব্যাচের মাঝখানে কারো এরকম কোন অভিযোগ নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ