বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তী হওয়া হত্যা মামলায় রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হক প্রামানিককে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (১৩ জুলাই) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. মশিউর রহমান খান জামিন না মঞ্জুর করে আদালতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে আওয়ামী আইনজীবী পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মো. আব্দুল হক প্রামানিক ৩টি হত্যা ও ১টি হত্যাচেষ্টা মামলায় মহামান্য হাইকোর্টের আদেশে আত্মসমর্পণ করেন।
আদালত সূত্রে জানা যায়, মো. আব্দুল হক প্রামানিক বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তী হওয়া ৩ টি হত্যা ও ১টি হত্যাচেষ্টা মামলার আসামি। তিনি কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলা, স্বর্ণ শিল্পী মুসলিম হত্যা মামলা ও সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা মামলার আসামি। এছাড়াও তিনি মমদেল হত্যাচেষ্টা মামলার আসামি।
হাইকোর্টের আদেশে আব্দুল হক প্রামানিক আজ দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে আইনজীবী হিসেবে আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহেদ কামাল ইবনে খতিবসহ ২০-২৫ জন জামিন আবেদনে শুনানি করেন।
শুনানি শেষে কে, জি আর নং- ৩৯৭/২৪ (কোতয়ালী), ও জি আর নং- ৪৪৭/২৪ (কোতয়ালী), মূলে ০২ (দুই) টি মামলায় জামিন মঞ্জুর করেন। এবং অপর দুইটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে সি ডাব্লু মূলে কেন্দ্রীয় কারাগার রংপুরে প্রেরণের নির্দেশ প্রদান করেন বিচারক।