রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার মামলায় জেলা আওয়ামী লীগ সদস্য এবং সাবেক জেলা পরিষদ সদস্য আলতাফ হোসেনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কোতয়ালী থানার ওসি আতাউর রহমান। তাকে বুধবার মধ্যরাতে নগরীর কামালকাছনা খাঁনপট্টির আমিন গার্ডেন নামক একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলতাফ হোসেন কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের মৃত ফরিজল ইসলামের পুত্র। তিনি জেলা আওয়ামী লীগ সদস্য এবং যুবলীগ নেতা ছিলেন। একই সঙ্গে তিনি জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছিলেন।
রংপুর আরপিএমপি কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের বিরুদ্ধে গত বছর বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই নগরীর সিটি বাজার এলাকায় হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় গুলিবিদ্ধ ও জখমের অভিযোগে শাহ আলম মিয়ার করা একটি মামলা রয়েছে। ওই মামলার ৬০ নম্বর এজাহার নামীয় আসামী তিনি। তাকে আজ (বৃহস্পতিবার) দুপুরে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, আলতাফ হোসেন ৫ আগস্টের পরপরই পালিয়ে গেলেও কিছুদিন আগে নগরীতে এসে গোপনে ওই বাসায় অবস্থান শুরু করেন। তিনি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।