রংপুর সিও বাজার এলাকা হতে র্যাব-১৩’র হাতে ০১ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার হয়েছে।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব-১৩’র সদর কোম্পানীর একটি আভিযানিক দল কর্তৃক বুধবার (০৯ এপ্রিল) সকালে রংপুর মহানগরীর হাজীরহাট থানার জিআর নং-৮৮/২১ মূলে ০১ বছর ০৬ মাসের সশ্রম সাজাপ্রাপ্ত পরোয়ানায় পলাতক আসামী আরপিএমপি হাজিরহাট থানাধীন উত্তম মাষ্টার পাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে নূর আমিন (৩২) কে রংপুর সিও বাজার এলাকা হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।