শিরোনাম
পুলিশের প্রিজন ভ্যানেই সিগারেট খেতে দেখা গেলো গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার অন্যতম আসামীকে! স্ত্রীকে মেরে ফেলে ৯৯৯- এ কল দিয়ে স্বামী বললেন ‘আমাকে নিয়ে যান’ ২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক কাউনিয়ায় তিস্তা নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে বসতবাড়ি, প্রয়োজনের তুলনায় নেই জিও ব্যাগ রাজধানীর নিউ মার্কেটে সামুরাই, চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্রের গুদামের সন্ধান নীলফামারীতে মাকে মারধরের দায়ে ছেলের কারাদণ্ড গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে চলাচল বন্ধ হাসিনা বারোটা বাজিয়েছে, অন্তর্বর্তী সরকার চব্বিশটা বাজায়ে দিসে : মির্জা আব্বাস সৈয়দপুরে ভুয়া ডিবি পরিচয়ে টাকা দাবির অভিযোগে দুইজন আটক রংপুরে রিকশা চালকদের মাঝে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) রংপুর জেলার ছাতা বিতরণ
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

রংপুরে রিকশা চালকদের মাঝে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) রংপুর জেলার ছাতা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

রংপুরে বিগত তিন বছরের ধারাবাহিকতায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) রংপুর ডিস্ট্রিক্টের সিগনেচার মানবিক উদ্যোগে এবার “মানবতার ছায়া” এর চতুর্থ পর্ব অনুষ্ঠিত হয়েছে।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) একটি জাতীয় স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম যা দেশের বিভিন্ন জেলা-উপজেলায় মানবিক, সামাজিক এবং পরিবেশগত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে। “মানবতার ছায়া” তাদের অন্যতম সিগনেচার প্রোগ্রাম, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক মানুষের সহায়তায় নিবেদিত।

শুক্রবার ০৮ আগস্ট ২০২৫ রংপুর টাউন হল চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে ২০ জন পায়ে চালিত রিকশা চালকের মাঝে ছাতা বিতরণ করেছে সংগঠনটি।

এই পুরো উদ্যোগটির আয়োজন ও বাস্তবায়ন করেন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ রংপুর ডিস্ট্রিক্টের সদস্যরা। সকাল থেকেই প্রতিটি রিকশার জন্য ছাতা প্রস্তুত করেন এবং সযত্নে পায়ে চালিত রিকশা সহ ফল বিক্রেতাদের ভ্যানে ছাতা গুলো বেঁধে দেন। যাতে তারা সঙ্গে সঙ্গে ব্যবহার শুরু করতে পারেন।

রিকশায় ছাতা বসানোর পর চালকদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি, যা তাদের কষ্ট লাঘবে এই উদ্যোগের কার্যকারিতা প্রমাণ করে। প্রতিটি রিকশায় সযত্নে বড় ছাতা বেঁধে দেওয়া হয়। যাতে জলবায়ু পরিবর্তনের ফলে বেড়ে যাওয়া প্রচণ্ড রোদ ও হঠাৎ বৃষ্টির হাত থেকে তারা অন্তত কিছুটা রক্ষা পায়।

জলবায়ু পরিবর্তনের প্রভাব আজ সারা বিশ্বেই আলোচিত, বাংলাদেশ এর অন্যতম ভুক্তভোগী দেশ। শহরের দিনমজুর ও বিশেষ করে পায়ে চালিত রিকশা চালকেরা এই পরিবর্তনের ভয়াবহ প্রভাব সবচেয়ে বেশি অনুভব করছেন। প্রচণ্ড তাপদাহে ঘণ্টার পর ঘণ্টা রোদে কাজ করা, হঠাৎ বৃষ্টিতে ভিজে গিয়ে অসুস্থ হয়ে পড়া, এবং প্রতিদিনের জীবিকা নির্বাহে হুমকির মুখে পড়া তাদের নিত্য অভিজ্ঞতা। “মানবতার ছায়া” প্রকল্পের মূল লক্ষ্য হলো- তাদের কর্মপরিবেশকে কিছুটা হলেও সহনীয় করে তোলা এবং সমাজে একটি সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া। যাতে আরও অনেক মানুষ এগিয়ে আসে এই পরিশ্রমী মানুষগুলোর পাশে দাঁড়াতে।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ রংপুর ডিস্ট্রিক্ট এর সভাপতি রিফায়াত জেরিন আলম বলেন, মানবতার ছায়া সিজন ৪ ভিবিডি রংপুর জেলার অন্যতম সুন্দর একটি ইভেন্ট যা বিগত ৩ বছর থেকে আমরা করে আসছি।প্রায় ৩০ জন ভলান্টিয়ারসহ ৮ই আগস্ট ২০২৫ আমরা এই ইভেন্টটি সম্পন্ন করি যেখানে প্রখর রোদে কর্মরত রিকশাচালকদের রিকশায় ছাতা লাগিয়ে দাওয়া হয়।

তীব্র তাপদাহের মধ্যে এই এক টুকরো ছায়া হয়ে উঠেছে তাদের পথচলার সঙ্গী। প্রতিটি ছাতার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে হাসি, স্বস্তি ও আমাদের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতার গল্প।

সাধারন সম্পাদক রুবায়েত আদনান হৃদয় বলেন,আমরা গত ৩ বছর ধরে ‘মানবতার ছায়া’ এর আয়োজন করে আসছি। যদিও এটি আকারে ছোট একটি উদ্যোগ, কিন্তু আমাদের উদ্দেশ্য বড়, আমরা চাই সারা বাংলাদেশের কাছে একটি সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে, যাতে আমাদের দেখাদেখি অন্যরাও এগিয়ে আসে। আমরা সবাই যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করি, তবে এই দিনমজুর ভাইদের কষ্ট কিছুটা হলেও কমানো সম্ভব। আমরা যেখানে ৫ মিনিট রোদে দাঁড়িয়ে থাকতে কষ্ট পাই, সেখানে তারা সারাদিন রিকশা চালান। এ সকল দিনমজুরের পাশে দাঁড়ানোর পাশাপাশি জলবায়ু রক্ষা ও জলবায়ু সুবিচারের জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন। সকলে এক হয়ে যদি এগিয়ে আসি, আমাদের জলবায়ু পরিবর্তন রোধ করা সম্ভব।

সংগঠনটির পক্ষ থেকে সমাজের সকল শ্রেণির মানুষকে আহ্বান জানানো হয়, আপনারা চাইলে নিজের পক্ষ থেকেও এই ধরনের সহযোগিতা করতে পারেন। অথবা আমাদের সাথে যোগাযোগ করে আপনার পক্ষ থেকে সম্পূর্ণ প্রোগ্রামটি বাস্তবায়নে সহযোগিতা করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ