শিরোনাম
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আংশিক দাবি পূরণ হয়েছে, আ. লীগের বিচার ত্বরান্বিত করুন, ডা. শফিকুর রহমান রোববার বন্ধ থাকবে পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গাইবান্ধায় আ.লীগের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, খুলে নিয়ে গেছে জানালার গ্রিল-রড চিলমারীতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার মার্কিন মধ্যস্থতায় বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান আরব সাগরে ভারতের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা ও স্কুলশিক্ষক কামাল গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
রবিবার, ১১ মে ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

রংপুরে বিএনপিকর্মী নিহত, সাবেক এমপিসহ ৮ নেতার নামে মামলা

ডেস্ক নিউজ / ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

রংপুরের বদরগঞ্জে ভাড়াটিয়া ও দোকান মালিকের দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এক কর্মী নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্যসহ দলের ৮ নেতাকে বহিষ্কারের পর এবার তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে রংপুর সিনিয়র জুডিশিয়াল আমলি বদরগঞ্জ আদালতে মানহানির অভিযোগে এ মামলা দায়ের করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফি কামাল বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলার আসামিরা হলেন, বদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক এবং সাবেক যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল হক মানিক, উপজেলার ১০ নম্বর মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, ১৩ নম্বর কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুল হক এবং ১৪ নম্বর বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া। এছাড়া এ মামলায় অজ্ঞাত আরও দেড়শ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, বদরগঞ্জ পৌর শহরে জাহিদুল নামে একজনের দোকানকে কেন্দ্র করে আসামিরা সংঘর্ষে লিপ্ত হয়। এতে লাভলু সরকার নামে আহত এক বিএনপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আসামিরা নিজেদের মধ্যে ব্যক্তি স্বার্থে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলহ ও বিবাদে জড়িত। তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির দলীয় সুনাম ক্ষুণ্ণ করে মানহানিকর অপরাধ করেছেন। বিএনপির দলীয় পরিচয় ব্যবহার করে বাংলাদেশের জনপ্রিয় ও সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে আসামিরা মানহানীকর অপরাধ করেছেন।

এ ঘটনায় তারেক রহমানের নির্দেশের আলোকে এই মামলা করা হয়েছে বলে জানান বাদী অ্যাডভোকেট শফি কামাল বলেন, একটি দোকানকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। এতে বহিষ্কৃত আট নেতাসহ অজ্ঞাত দেড়শ জনকে আসামি করা হয়েছে। তারা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় তাদের বিরুদ্ধে ৫০০ ধারায় মানহানির অভিযোগ আনা হয়েছে।

আদালতে উপস্থিত জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু বলেন, জমি দখল, দোকান দখলসহ অন্যান্য কোনো অপরাধে কোনো নেতা যদি জড়িত থাকে তাহলে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। তাদেরকে দল থেকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে। এ মামলার মাধ্যমে নজির স্থাপন করা হলো।

এর আগে গত ৫ এপ্রিল শনিবার বদরগঞ্জে একটি দোকান নিয়ে মালিক ও ভাড়াটিয়ার দ্বন্দ্বের জেরে তাদের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়ায় জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিকের অনুসারীরা। রক্তক্ষয়ী এ সংঘর্ষে নিহত হন বিএনপি কর্মী লাভলু সরকার। এছাড়া সংঘর্ষে আরও ১৫ জন আহত হন। এ ঘটনার পরদিন রোববার আট নেতাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

বিএনপি কর্মী লাভলু সরকার নিহতের ঘটনায় ইউপি চেয়ারম্যান শহিদুল হক মানিক ও তার ছেলে তমালসহ ১২ জনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় আরেকটি মামলা হয়েছে। ঘটনার তিনদিন পর গত সোমবার নিহতের ছেলে রায়হান কবির বাদী হয়ে হত্যা মামলাটি করেন। এতে আরো ১৫০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ