শিরোনাম
আবারও বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪ জেলায় বন্যার শঙ্কা বাল্যবিবাহ করতে গিয়ে ৭ দিনের কারাদণ্ড পেল বর এই প্রজন্ম এরইমধ্যে ৭১-কে অতিক্রম করেছে: নাহিদ ইসলাম ঢাবির হল ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী, তদন্তে কমিটি সাংবাদিককে প্রকাশ্যে খুন, এই পরিবেশে নির্বাচন অসম্ভব: ফারুক হাসান আ. লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে : গয়েশ্বর হাত-পা ভাইঙা দিলেও ছেলেটারে জীবিত দেখবার পাইতাম’ রংপুরে ফার্নিচারের দোকানে ভয়াবহ আগুন, ১৫ লাখ টাকার ক্ষতির দাবি মালিকের নির্বাচনের মধ্য দিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবো: তারেক রহমান টকশো করে লাখ টাকা আয় করেন, জানালেন হান্নান মাসউদ
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

রংপুরে ফার্নিচারের দোকানে ভয়াবহ আগুন, ১৫ লাখ টাকার ক্ষতির দাবি মালিকের

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

রংপুর মহানগরীর নুরপুরে স্টেশন রোড সংলগ্ন পানামা মোড়ে ‘মেসার্স রানা স্টিল ফার্নিচার’ নামক দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ (শর্ট সার্কিট) থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দোকানের প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মালিক।

শুক্রবার (৮ আগষ্ট) সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকানের মালিক মোঃ রানা ডিআরবিকে জানান, “আমার দোকানে নতুন তৈরি করা অনেক স্টিলের র‍্যাক, আলমারি, শোকেস, খাটসহ বিক্রির জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ফার্নিচার ছিল। মুহূর্তের মধ্যে আগুন লেগেছে, তাই বেশি আসবাবপত্র সরানো সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, আমার প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।”

দোকানের মালিক রানা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রংপুরের উর্ধতন কর্মকর্তা জানান, খবর পাওয়ার সাথে সাথেই তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। দোকানটিতে স্টিলের ফার্নিচারের পাশাপাশি ফোম, রেক্সিন ও কাঠের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন আশেপাশের দোকানে ছড়াতে পারেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে তিনি মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ