রংপুরে ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ আয়োজন করতে যাচ্ছে:
“তথ্য ও ফলাফল প্রকাশ – বাংলাদেশে নারী মৃত্যু নিবন্ধন সম্পর্কিত গবেষণা প্রতিবেদন”
রংপুর, বাংলাদেশ – ২৯ জুলাই ২০২৫ – ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ (ব্র্যাক জেপিজেএসপিএইচ), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ-এর জেন্ডার ইকুইটি ইউনিট এবং ভাইটাল স্ট্র্যাটেজিস-এর সহযোগিতায় আয়োজন করতে যাচ্ছে “তথ্য ও ফলাফল প্রকাশ – বাংলাদেশে নারী মৃত্যু নিবন্ধন সম্পর্কিত গবেষণা প্রতিবেদন” শীর্ষক অনুষ্ঠান।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, সকাল ১১:০০টা থেকে দুপুর ২:০০টা পর্যন্ত, রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে।
ব্লুমবার্গ ফিলানথ্রপিস-এর সহায়তায় পরিচালিত এই গবেষণাটি ব্র্যাক জেপিজেএসপিএইচ-এর নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। এতে বাংলাদেশের নারী মৃত্যুর নিবন্ধনে বিদ্যমান প্রাতিষ্ঠানিক, সাংস্কৃতিক ও কাঠামোগত প্রতিবন্ধকতা চিহ্নিত করা হয়েছে। রংপুর বিভাগে পরিচালিত এই গবেষণাটি কেবল নারীর মৃত্যু নিবন্ধনের নিম্ন হারের কারণই নয়, বরং টেকসই নীতিগত সমাধানের জন্য সহায়ক বিষয়গুলোকেও তুলে ধরেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর বিভাগীয় কমিশনার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), রংপুর; বিভাগীয় পরিচালক (স্থানীয় সরকার), রংপুর; এবং বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা), রংপুর। সভাপতিত্ব করবেন রংপুর জেলা প্রশাসক। এছাড়াও পঞ্চগড় ও দিনাজপুর জেলার জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
গবেষণা দলের একজন সদস্য বলেন,
“নারী মৃত্যুর ঘটনা প্রায়ই নিবন্ধিত হয় না, যার পেছনে রয়েছে সামাজিক-সাংস্কৃতিক পক্ষপাত এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা। নিবন্ধনের এই তথ্য ছাড়া আমরা স্বাস্থ্যসেবা, অধিকার বা পরিসংখ্যানে লিঙ্গভিত্তিক বৈষম্য পুরোপুরি বুঝতে বা মোকাবিলা করতে পারি না। এই গবেষণার ফলাফল একটি অন্তর্ভুক্তিমূলক, লিঙ্গ-সংবেদনশীল নাগরিক নিবন্ধন ব্যবস্থা গঠনে সহায়তা করবে।”