শিরোনাম
কিশোরগঞ্জে ভিসা প্রতারকের বাড়ীতে অনশন মিঠাপুকুরে সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার ডিপ্লোমা প্রকৌশলীদের সাত দফা দাবি বাস্তবায়নে দাবিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেবীগঞ্জে ছাত্রদলের সভাপতি-সম্পাদকের স্বাক্ষর জাল করে কমিটি দেয়ার অভিযোগ সারাদেশে একযোগে ২৩০ বিচারককে বদলি রংপুর মেডিকেলের মর্গে ডাক্তার সেজে টাকা নেয়ার সময় দালাল গ্রেফতার মুক্তিযুদ্ধের ব্যাপারে কম্প্রোমাইজ করব না: ফজলুর রহমান পুলিশ সুপার, অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৫২ পদে বদলি-পদায়ন ‘আমি শ্রেণীঘৃণার শিকার হলেও রুমিন ফারহানাসহ নারীদের প্রতি আমার অবস্থান স্পষ্ট’ খালেদা জিয়ার সঙ্গে আফ্রিদির বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

রংপুর মেডিকেলের মর্গে ডাক্তার সেজে টাকা নেয়ার সময় দালাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা এক লাশের পরিবারের কাছ থেকে ডাক্তার পরিচয়ে টাকা নেওয়ার সময় মেহেদী হাসান (৩৮) নামে একজন দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মেহেদী হাসান রংপুর নগরীর রেলওয়ে কলোনির মৃত আবু জাফর আলীর ছেলে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার গবরধন এলাকার মোসলেম উদ্দিন নামের এক ব্যক্তি জমি সংক্রান্ত মারামারিতে নিহত হন। তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।

এ সময় মেহেদী হাসান নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দ্রুত পোস্টমর্টেম করানোর কথা বলে এবং প্রয়োজনীয় সামগ্রী কেনার অজুহাতে নিহতের পরিবারের কাছ থেকে ৮ হাজার টাকা নেন। বিষয়টি জানতে পেরে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তাকে টাকা সহ গ্রেফতার করে।

এ নিয়ে নিহতের ভাতিজা আপেল মাহমুদ বলেন, ‘দ্রুত পোস্টমর্টেম করানোর কথা বলে মেহেদী হাসান আমাদের কাছ থেকে ৮ হাজার টাকা নেন। তিনি নিজেকে ডাক্তার পরিচয় দেন। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। ইতোমধ্যে তিনি ৮ হাজার টাকার মধ্যে ৭ হাজার টাকা ফেরত দিয়েছেন।’

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ‘মেহেদী হাসান দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করে আসছিলেন। আজও তিনি একই কৌশলে টাকা নেওয়ার সময় গ্রেফতার হন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ