রংপুরের পীরগাছায় পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া তিনটি মোটরসাইকেলসহ চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী।
আটকরা হলেন- পীরগাছার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা এলাকার আব্দুল মোন্নাফ (৩৪), হাসেম আলী (৩৫), গাইবান্ধার সাদুল্লাপুরের মামুন মিয়া (৩০), বাদশা মিয়া (৩০) ও শহিদুল ইসলাম (৩০)।
পুলিশ জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার ও পাঁচজনকে আটক করা হয়।
আটকরা সংঘবদ্ধ একটি চক্রের সদস্য। তারা চুরি যাওয়া মোটরসাইকেল সংগ্রহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, উদ্ধার করা তিনটি মোটরসাইকেলসহ বর্তমানে থানায় মোট পাঁচটি মোটরসাইকেল হেফাজতে রয়েছে। প্রকৃত মালিকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।