তারাগঞ্জে মাদকসেবনের দায়ে লোকমান হোসেন (৩৯) কে জেল ও জরিমানা করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) গোপনে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা ভ্রাম্যমান আদালত এ সাজা দিয়েছেন। জেল ও জরিমানাপ্রাপ্ত মাদকসেবনকারী উপজেলা ইকরচালি ইউনিয়নের কাঁচনা শাহপাড়া গ্রামের মৃত রাহমোতুল্লাহ ছেলে লোকমান হোসেন।
আদালত সূত্র জানায়, অত্র এলাকায় দীর্ঘদিন থেকে মাদক সেবন করে যুব সমাজকে নষ্ট করছেন এবং এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেছেন। গোপনে খবর পেয়ে বরিবার বিকালে ৬টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা লোকমান হোসেনের বাড়িতে গিয়ে উপস্থিত হন। এসময় মাদক সেবনরত লোকমান হোসেনকে আটক করলে তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক সেবনের দায়ে লোকমান হোসেনকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫’শত টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা জানান, মাদকদ্রব্য সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করা হচ্ছে এতে করে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।