শিরোনাম
বগুড়ার গাবতলীতে জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ঢাকা বসুন্ধরায় পানির ট্যাংকে বিদ্যুৎস্পৃষ্টে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৩ শ্রমিকের মৃত্যু কাউনিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রংপুরের গংগাচড়ায় শিশুকে হত্যার পর বালি চাপা; র‍্যাবের অভিযানে গ্রেফতার একজন তারাগঞ্জে গণপিটুনিতে জামাই-শ্বশুর হত্যায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ অসমাপ্ত আত্মজীবনী’ সংকলন করে আইজিপির পদ, সহযোগীরা পেয়েছেন ফ্ল্যাট ঢাবিতে বঙ্গবন্ধুর শোক পালনকারী তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ করবে বিক্ষুব্ধরা কোচিং সেন্টারে পাওয়া গেল বিপুল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী কুড়িগ্রামে সাব-রেজিস্টারকে হত্যার পর লাশ রাখা হয় কচুরিপানার নিচে মিঠাপুকুরে বনদস্যুদের হামলায় বন কর্মকর্তা আহত
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

রংপুরের গংগাচড়ায় শিশুকে হত্যার পর বালি চাপা; র‍্যাবের অভিযানে গ্রেফতার একজন

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা,ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

বাদী কর্তৃক দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, গত ০৫/০৮/২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৯.৩০ ঘটিকায় শিশু ভিকটিম আব্দুর রহমান @ রোমান (০৮) ও মারুফ (০৬) প্রতিবেশী বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য বাড়ির বাইরে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবার খোঁজাখুঁজি করে না পেয়ে নিখোঁজের সংবাদটি মাইকে প্রচার করে। একই তারিখ দুপুর অনুমান ০১.৪০ ঘটিকার সময় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় ঘাঘট নদী সংলগ্ন বালুর পয়েন্ট হতে দুই শিশু ভিকটিম আব্দুর রহমান @ রোমান (০৮) ও মারুফ (০৬) এর মৃতদেহ জখমপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে শিশু ভিকটিম আব্দুর রহমান @ রোমান এর পিতা বাদী হয়ে গংগাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১২/২৬১, তারিখঃ ০৭/০৮/২০২৫ ইং ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০।

বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব ১৩, সিপিএসসি, রংপুর ও র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুর ক্যাম্পের একটি চৌকস যৌথ আভিযানিক দল ১৫ আগস্ট ২০২৫ তারিখ সন্ধ্যা ০৭.১০ ঘটিকার সময় জিএমপি, গাজীপুর জেলার কোনাবাড়ী থানাধীন কোনাবাড়ী ফ্লাইওভারের উত্তর পাশ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংগাচড়া থানার চাঞ্চল্যকর দুই শিশু আব্দুর রহমান @ রোমান (০৮) ও মারুফ (০৬) হত্যার এজাহানামীয় আসামী মোঃ মনু মিয়া (২৮), পিতা-মৃত আনোয়ারুল ইসলাম, সাং-সিটপাইকান (আলমবিদিতর), থানা-গংগাচড়া, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ