শিরোনাম
ঢাবিতে বঙ্গবন্ধুর শোক পালনকারী তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ করবে বিক্ষুব্ধরা কোচিং সেন্টারে পাওয়া গেল বিপুল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী কুড়িগ্রামে সাব-রেজিস্টারকে হত্যার পর লাশ রাখা হয় কচুরিপানার নিচে মিঠাপুকুরে বনদস্যুদের হামলায় বন কর্মকর্তা আহত টাকার বিনিময়ে তারকাদের শেখ মুজিবকে নিয়ে পোস্ট? জানা গেল আসল সত্য বঙ্গবন্ধুর জন্য মিলাদ করা যাবে না, এরচেয়ে মরে যাওয়া ভালো: কাদের সিদ্দিকী শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে মিলাদ আয়োজন, ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩ বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে যাবে না এনসিপি: হান্নান মাসউদ জাতীয় নির্বাচন: অন্তরালে দলগুলোর জোট নিয়ে দৌড়ঝাঁপ ভোট জালিয়াতি করে ২৯৩ আসন ছিনিয়ে নিয়েছিলেন শেখ মুজিব: তুষার
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

রংপুরের ক্রিকেট অঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার আশ্বাস দিলেন বিসিবি সভাপতি

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

আজ শনিবার (২৮ জুন) সকালে রংপুর ক্রিকেট গার্ডেনে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘রংপুরের স্বনামধন্য ক্রিকেটাররা আগেও জাতীয় দলে অবদান রেখেছে এবং এখনো তারা সক্রিয়ভাবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় রংপুরের ক্রিকেট অঙ্গনের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে আমরা কাজ করছি।’

বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট অঙ্গন বর্তমানে অনেক সমৃদ্ধ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই আমাদের র‍্যাঙ্কিং অনেক উন্নত। শীর্ষ পর্যায়ে অবস্থান করাও এখন শুধু সময়ের ব্যাপার। আগামী দিনের ক্রিকেটারদের মানোন্নয়নের লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এজন্যই আমাদের এই বিভাগীয় সফর।’

তিনি আরও বলেন, ‘আমরা খেলার মাঠ, স্টেডিয়াম, প্র্যাকটিস পিচ এবং সর্বোপরি ক্রিকেট দর্শকের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছি। অঞ্চলভিত্তিক খেলা ও ‘হান্ট প্রতিযোগিতা’র মাধ্যমে নতুন প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা হবে। যেসব মাঠ বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেগুলোকে খেলার আওতায় আনতে সারা দেশে ১০০টি নতুন ক্রিকেট পিচ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

রংপুর বিভাগে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও বয়সভিত্তিক প্রতিযোগিতা এবং প্রিমিয়ার লিগ আয়োজনের জন্য এই অঞ্চলকে ভেন্যু হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিসিবির পরিকল্পনার মধ্যে রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, বিসিবি সভাপতির উপদেষ্টা আবিদ হাসান সামি, বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা, সাবেক ক্রিকেটার নাসির হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা এবং জেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি ফারহান তানভীর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ