শিরোনাম
আশুরার রাতে দেখা গেল আয়াতুল্লাহ খামেনিকে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের পক্ষে ঢাল হয়ে দাঁড়ানো সেই মাসুদ এখন রমনার ডিসি প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হলেন দুই ভাই আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিআর নির্বাচন চায় : সালাহউদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র নেতার বিরুদ্ধে ২ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ আ.লীগের ব্যবসাগুলো কারা চালায় আমরা জানি : হাসনাত আবদুল্লাহ পীরগঞ্জ সীমান্ত দিয়ে আরো ছয়জনকে পুশ-ইন পঞ্চগড়ে ছেলের গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণ
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন

রংপুরের কাউনিয়ায় বেপরোয়া গতির বাস কেড়ে নিল ২ মোটরসাইকেল আরোহীর প্রাণ

রেদওয়ান হিমেল / ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

রংপুরের কাউনিয়ায় বেপরোয়া গতির ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

রোববার (১১ মে) দিবাগত রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বিজলেরঘুন্টি এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কবিরমাহমুদ গ্রামের নিবারণ চন্দ্রের ছেলে সঞ্জয় চন্দ্র (২৭) ও একই উপজেলার মাষ্টারপাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাউনিয়া থানার এসআই ব্রজ গোপাল কর্মকার জানান, রোববার দিবাগত রাতে কুড়িগ্রামের ফুলবাড়ির বাসিন্দা মোটরসাইকেল চালক ও আরোহী রংপুর শহরে ব্যবসায়ী কাজ শেষে বাড়ি ফিরছিলেন। লালমনিরহাট থেকে ঢাকাগামী শাহ আলী পরিবহনের বাসের চালক রাত সোয়া ১টার দিকে উপজেলার মীরবাগ বিজলেরঘুন্টি এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক। আর মোটরসাইকেলের আরোহী বাসের নিচে আটকা পরে, তাকে কিছুদূর টেনে হিছড়ে নিয়ে যায় বাসটি। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। সেখানে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী মারা যায়।

স্থানীয়রা জানান, রাতে বৃষ্টি হচ্ছিল এবং সড়কে যানবাহন কম ছিল। বাসটি বেপরোয়া দ্রুত গতিতে আসার কারণে দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের। তবে বাসটি খাদে পড়ে গেলেও অল্পের জন্য অনেক যাত্রী প্রাণে রক্ষা পেয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের সহযোগিতায় থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক ও আরোহীর লাশ উদ্ধার করা হয়। ঘাতক বাসটি আটক করা হলেও ড্রাইভার পলাতক রয়েছে। সোমবার সকালে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনের ধারায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ