রংপুরের কাউনিয়া উপজেলায় আয়েশা পারভিন সুখি (১৯) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ পাড়া এলাকায় আয়েশা পারভিন সুখি স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ঘরের তিরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুখিকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত আয়েশা পারভিন সুখি উপজেলার হারাগাছ ইউনিয়নের আবুল হোসেনের মেয়ে এবং নিজপাড়া এলাকার জুয়েলের স্ত্রী। পরিবার ও স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করতে পারে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে, রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।