শিরোনাম
পুলিশের প্রিজন ভ্যানেই সিগারেট খেতে দেখা গেলো গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার অন্যতম আসামীকে! স্ত্রীকে মেরে ফেলে ৯৯৯- এ কল দিয়ে স্বামী বললেন ‘আমাকে নিয়ে যান’ ২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক কাউনিয়ায় তিস্তা নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে বসতবাড়ি, প্রয়োজনের তুলনায় নেই জিও ব্যাগ রাজধানীর নিউ মার্কেটে সামুরাই, চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্রের গুদামের সন্ধান নীলফামারীতে মাকে মারধরের দায়ে ছেলের কারাদণ্ড গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে চলাচল বন্ধ হাসিনা বারোটা বাজিয়েছে, অন্তর্বর্তী সরকার চব্বিশটা বাজায়ে দিসে : মির্জা আব্বাস সৈয়দপুরে ভুয়া ডিবি পরিচয়ে টাকা দাবির অভিযোগে দুইজন আটক রংপুরে রিকশা চালকদের মাঝে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) রংপুর জেলার ছাতা বিতরণ
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

যৌতুকের জন্য এসিড দিয়ে স্ত্রীর মুখমণ্ডল বিকৃত করার অভিযোগ; অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে এসিড দিয়ে মুখমণ্ডল বিকৃত করার অভিযোগে মিঠু ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে উপজেলার হাজিপ্রধানপাড়া মোস্তফাপুর এলাকা থেকে মিঠু ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৫ আগস্ট ভুক্তভোগী মোছাঃ লিমা আক্তার (১৯) তার স্বামীকে প্রধান আসামি করে শ্বশুর, শাশুড়ি ও ননদের নাম উল্লেখসহ মোট চারজনের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় এজাহার দাখিল করেন।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দেড় বছর আগে পারিবারিকভাবে লিমার বিয়ে হয় মিঠু ইসলামের সঙ্গে। বিয়ের সময় নগদ চার লাখ টাকা ও এক ভরি স্বর্ণালংকার যৌতুক হিসেবে দেওয়া হয়। বিয়ের পর থেকেই স্বামী মাদকাসক্ত হওয়ায় এবং নানা অজুহাতে লিমাকে শারীরিক নির্যাতন করতেন। নির্যাতনের মাত্রা বাড়তে থাকায় দুই মাস আগে তিনি বাবার বাড়ি চলে যান। পরে স্বামী মিঠু আর নির্যাতন করবেন না বলে প্রতিশ্রুতি দিয়ে তাকে আবার শ্বশুরবাড়িতে নিয়ে যান। কিন্তু ফিরে যাওয়ার পর নির্যাতন আরও বেড়ে যায়।

এজাহারে বলা হয়, গত ২ আগস্ট রাতে মিঠু ইসলাম, শ্বশুর মফিজুল ইসলাম, শাশুড়ি রুবি বেগম ও ননদ বিউটি আক্তার মিলে লিমাকে লোহার রড দিয়ে পেটান এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এক পর্যায়ে মিঠু নতুন একটি ভ্যাসলিনের কৌটা এনে দেন। সামান্য ঠোঁটে লাগাতেই তীব্র জ্বালা ও ক্ষত হতে শুরু করে। ভুক্তভোগী লিমার দাবি, পরিকল্পিতভাবে ওই ভ্যাসলিনে এসিড মিশিয়ে পুরো মুখ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার পর মিঠু দরজা বন্ধ করে পালিয়ে যান। পরদিন সকালে লিমা বাবার বাড়ি ফিরে আসেন। স্থানীয় চিকিৎসকের প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ৪ আগস্ট বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে তিনি ছাড়পত্র পান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, লিমার মুখের ক্ষত কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে হয়ে থাকতে পারে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, শুক্রবার রাতে মামলার প্রধান আসামি মিঠু ইসলামকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ