শিরোনাম
বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে গলা কেটে হত্যা! বিএনপি ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করবে না: সালাহউদ্দিন রংপুরের গঙ্গাচড়ায় গর্ত থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় একজন গ্রেপ্তার যে যত কথাই বলুক জামায়াত-এনসিপি ক্ষমতায় আসতে পারবে না : মাসুদ কামাল ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল: ইসি সানাউল্লাহ নির্বাচনের তফশিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান অফিসে আ.লীগ কর্মীর প্রবেশ, ১ মণ দুধ দিয়ে ধোয়া হলো বিএনপি অফিস দিনাজপুরে শহীদ আবু সাঈদ-মুগ্ধ আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান স্কুলের কমিটি গঠন নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ; আহত ১৫
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

যে যত কথাই বলুক জামায়াত-এনসিপি ক্ষমতায় আসতে পারবে না : মাসুদ কামাল

ডেস্ক রিপোর্ট / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

যে যত কথাই বলুক জামায়াত-এনসিপি ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল বলেন, প্রশাসনে জামায়াত-বিএনপি সমান সমানভাবে আছে। আর তদবিরের কারণে এনসিবি ওপর থেকে বাড়তেছে।

কিন্তু বিভিন্ন পোস্ট দখল করে আছে জামায়াত-বিএনপি। যখনই বিএনপি ক্ষমতায় আসবে জামায়াতের কেউ থাকবে? এনসিপির কেউ তখন সচিবালয় গিয়ে ধমক দিতে পারবে? পারবে না, পারবে না তো। এই যে মজা এখন পাচ্ছে, এই মজা তো পাবে না। জামায়াতের একটা খুঁটি আছে, তাদের একটা দল আছে।

এনসিপির কী আছে? এনসিপির ড. ইউনূস আছেন।

তিনি বলেন, সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারে না, কিন্তু এনসিপির লোকজন ঢুকতে পারেন, বৈষম্যবিরোধীর লোকজন ঢুকতে পারেন—এরা ঢুকে ওখানে কী করে, যাতে এটা কেউ প্রকাশ না করে এ জন্য অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে।

রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, এনসিপির এবং জামায়াতের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করেন, তারা তো ক্ষমতায় আসতে পারবে না। যে যত কথাই বলুক তিন মাস, ছয় মাস, তিন বছর করেন আপনি—এরা ক্ষমতায় আসতে পারবে না।

বাংলাদেশে মানুষ এখন এদের ভোট দেওয়ার মতো অবস্থায় আসে নাই, মানে ক্ষমতায় পাঠানোর মতো অবস্থায় আসে নাই। তাহলে তারা কী করবে? তারা এখন যে অবস্থায় আছে, এখন তারা ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছে। জামায়াত নিচ্ছে, এনসিপিও নিচ্ছে—তা না হলে কালকে টিএসসিতে ওই যুদ্ধাপরাধীদের ছবি টাঙানোর সাহস তারা করত না।

তিনি বলেন, ‘এখন যে-ই ক্ষমতায় আসুক, যদি বিএনপি ক্ষমতায় আসে এই স্বাদ নিতে পারবে? পারবে না তো, যত জায়গায় যত কিছু আছে থাকবে? জামায়াতের লোক কয় জায়গায় মানে ইউনিভার্সিটি ভিসি আছে? ভিসি থাকবে? ঢাকা ইউনিভার্সিটির ভিসি থাকবে নাকি? থাকবে না, দেখেন আপনি, থাকবে না। ভাই, এটাই রিয়ালিটি, এদের ধরে ধরে আনছে, এখানে আনছে, এখানে বসাইছে, এখানে বসাইছে। এগুলা একটাও থাকবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ