ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, নৌরুটসহ বিভিন্ন যায়গায় যে চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজি রোধে কাজ করছে পুলিশ। আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি চাঁদাবাজি ও সন্ত্রাসী চলবে না। চাঁদাবাজ যেখানে পাওয়া যাবে সেখানেই ধরা হবে।
আজ রবিবার দুপুরে শরীয়তপুর পুলিশ লাইনসে জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে এসে তিনি এসব কথা বলেন।
এ সময় শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি, গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে জেলার গণঅভ্যুত্থানে নিহত শহীদ ১৪ পরিবারকে উপহার সামগ্রী দিয়েছেন ডিআইজি।