শিরোনাম
কারাগারে থাকা খালাতো ভাইকে গাঁজা দিতে গিয়ে আটক এক যুবক আজকে একটি পক্ষ আবু সাঈদের রক্তের সাথে গাদ্দারি করছে : সাদেক কায়েম কাউনিয়ায় পলাশ মেম্বারের কাছ থেকে টাকা ছাড়া মিলে না ভিজিএফ-ভিজিডি কার্ডসহ সরকারি সেবা পঞ্চগড়ে রাস্তার অনিয়ম অস্বীকার; এলজিইডি কর্মকর্তাকে গণপিটুনি রাণীশংকৈলে সেনাবাহিনীর অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার  ফেসবুক লাইভে এসে ঘোষণা দিয়ে রাজনীতি ছাড়লেন বৈষম্যবিরোধী নেত্রী লিজা তারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন: সাদিক কায়েম যাদের অ্যানড্রয়েড ফোন কেনার সামর্থ্য ছিল না তাদের হাতে এখন আইফোন : উসমান হাদী কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, বিপাকে ব্যবসায়ী পরিবার সৈয়দপুরে জিপিএ ৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সোস নামে একটি সামাজিক সংগঠন।
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

যাদের অ্যানড্রয়েড ফোন কেনার সামর্থ্য ছিল না তাদের হাতে এখন আইফোন : উসমান হাদী

ডেস্ক রিপোর্ট / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী বলেছেন, ‘একটা অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহার করতে যার ধার করতে হতো, তার হাতে এখন আইফোন কোথা থেকে আসে, এটা বলতে হবে।’

শনিবার (২ আগস্ট) এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, ‘আমি আজকে আপনাদের সামনে ওয়াদা করছি পারলে আমরা সবাই নিজের সংস্কার করি আগে। আজকের এই অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা থাকলে ভালো হতো।

তারপর সরকার থেকে জানানো হয় যে ৪ তারিখে সেটা করা হবে।’

রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি মনে করেন যে জুলাইয়ে ছেলেমেয়েদের নামিয়েছেন, হাসিনা পালিয়ে গেছে। ক্ষমতা এবার আপনাদের হাতে এসেছে। এখন আর এই বাচ্চাদের কথা বলতে দেওয়া যাবে না বা হবে না।

এই চিন্তা যদি করেন আল্লাহর ওয়াস্তে তওবা করেন। বাচ্চাদের জবান যদি বন্ধ করতে চান আওয়ামী লীগের মতো আপনাদের জবানও বন্ধ হয়ে যাবে মনে রাখবেন।

তিনি আরো বলেন, ‘হাসিনার পতনে রাস্তায় নেমেছিল কলেজে পড়ুয়া ছেলে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেমেয়েরা রাজপথ রাঙিয়ে দিয়েছে। কিন্তু আফসোস, আমাদের ভাই-বোনেরা অনেকে করাপটেড হয়ে যাচ্ছে। আমি কোনোভাবে ভেবে পাই না আমার যে ভাই ৪০০-৫০০ টাকার টি-শার্ট পরতে এক বছর আগে।

সে এখন ৫০০০ টাকার টি-শার্ট কিভাবে থেকে পরে। একটা অ্যানড্রয়েড ফোন ব্যবহার করতে যার ধার করতে হতো তার হাতে এখন আইফোন কোথা থেকে আসে, এটা বলতে হবে। সুতরাং বিএনপি-জামায়াত যদি চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে আমরা বলব। এর মানে এই না জুলাইকে যদি কেউ বিক্রি করে দিয়া নতুন বাইক কেনে, আইফোন চালায়, ফ্ল্যাট কেনে তারে আমরা ছাইড়া দেওয়ার মালিকানা দিইনি। এই নতুন বাংলাদেশের রাজনীতি হবে শতভাগ সততা এবং ইনসাফের রাজনীতি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ