নীলফামারীর কিশোরগঞ্জে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে “অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য চাষী,জেলে এবং মৎস্য চাষী গনের সমন্বয়ে উপজেলার মৎস্য সম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট)বিকেলে উপজেলার বড়ভিটা ইউনিয়নে স্টুডেন্ট কেয়ার মানবিক একাডেমী স্কুলে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালাম বলেন, মাছ আমাদের জাতীয় সম্পদ। মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলাশয় সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং অভয়াশ্রম রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। উদ্যোক্তা মৎস্যচাষীদের এগিয়ে আসার আহ্বান জানানো সহ মাছের বংশ বিস্তার ও সংরক্ষণে জনসচেতনতা গড়ে তোলা,নিয়মিত অভিযান পরিচালনা করা সহ নিষিদ্ধ মাছ চাষ বন্ধ ও বাজারে বিক্রি না করার উপর গুরুত্বারোপ করা হয়।