ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম উপহার হিসেবে পাঠাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১১ জুন) দিল্লিতে বাংলাদেশের দূতাবাস সূত্রের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে একটি অনলাইন সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদিকে উপহার হিসেবে পাঠানো আমের চালান ইতোমধ্যে সীমান্ত পেরিয়ে দিল্লিতে পৌঁছে গেছে। খুব শিগগিরি সেটা মোদির বাসভবন সাত নম্বর লোককল্যাণ মার্গে পাঠানো হবে।
কয়েকদিন আগেই গুজরাট রাজ্যে একটি সেতু ভেঙে পড়ে বহু মানুষ হতাহত হলে নরেন্দ্র মোদিকে চিঠি লিখে শোক জ্ঞাপন করেছিলেন প্রধান উপদেষ্টা। তার আগে ঈদ-উল-আজহার সময় মোদিও ড. ইউনূসকে চিঠি পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন।