বুয়েনস আইরেসের স্তাদিও মনুমেন্টালে ভেনিজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান শেষ করলো আর্জেন্টিনা। এই ম্যাচে লিওনেল মেসি জাদুকরী পারফরম্যান্সে দুটি গোল করে দলের জয়ে মুখ্য ভূমিকা রাখেন। তবে এই ম্যাচটি শুধু একটি জয় ছিল না, এটি ছিল আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ, যা ফুটবলপ্রেমীদের হৃদয়ে এক আবেগঘন মুহূর্ত তৈরি করেছে।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধেই মেসি তার সহজাত দক্ষতা প্রদর্শন করে একটি দর্শনীয় গোল করে দলকে এগিয়ে দেন। ভেনিজুয়েলার রক্ষণভাগ বহু চেষ্টা করেও মেসিকে আটকাতে ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা তাদের আক্রমণের ধারা বজায় রাখে। দলের তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত আক্রমণভাগ ভেনিজুয়েলার গোলরক্ষককে বেশ কয়েকবার কঠিন পরীক্ষা ফেলে। ম্যাচের শেষদিকে মেসি তার দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। এই গোলের পর স্টেডিয়ামের দর্শকরা দাঁড়িয়ে মেসিকে অভিবাদন জানায়, যা তার বিদায়ী ম্যাচের এক অবিস্মরণীয় মুহূর্ত ছিল।
মেসির জোড়া গোল ছাড়াও লাউতারো মার্টিনেজ করেছেন বাকি গোলটি।
মেসি গোল করলে যে গানটা আর্জেন্টাইনদের জাতীয় সঙ্গীত। কিংবদন্তি সেই সঙ্গীত বাজালেন আজ দু’বার। কিন্তু দর্শকেরা গাইলেন ম্যাচ শুরুর বেশ আগে থেকে শেষ পর্যন্ত। যদিও এই ম্যাচ কোনোদিন শেষ হোক, তা সম্ভবত কোনো আর্জেন্টাইন-ই চাননি!
কিন্তু শুরু থাকলে তার শেষ প্রকৃতিরই বেঁধে দেওয়া নিয়ম। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে শেষ ম্যাচ তো বটেই, জাতীয় দলের জার্সিতে ঘরের মাঠে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটা তাই খেলে ফেললেন মেসি।