শিরোনাম
সৃষ্টিজগতের রহমত রাসুল (সা.) মারাকানায় চিলিকে বড় ব্যবধানে হারিয়ে উৎসব মাতলো ব্রাজিল স্বামীর লাশ নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই স্ট্রোক করে মারা গেলেন স্ত্রীও ভয়াবহ ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্ত আফগানিস্তান, ত্রাণ পাঠাচ্ছে বাংলা‌দেশ ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের আবেগঘন সমাপ্তি মেসির জোড়া গোলে ভেনিজুয়েলাকে হারালো আর্জেন্টিনা: ঘরের মাঠে শেষ ম্যাচে কিংবদন্তির বিদায় গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেফতার এই সরকার ৫ বছর থাকুক, এখন আর কারো মুখে শুনি না : রাশেদ খান মহানবী সা. আমাদের জন্য আল্লাহর বড় উপহার : তারেক রহমান শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করা হবে -সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

মেসির জোড়া গোলে ভেনিজুয়েলাকে হারালো আর্জেন্টিনা: ঘরের মাঠে শেষ ম্যাচে কিংবদন্তির বিদায়

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

বুয়েনস আইরেসের স্তাদিও মনুমেন্টালে ভেনিজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান শেষ করলো আর্জেন্টিনা। এই ম্যাচে লিওনেল মেসি জাদুকরী পারফরম্যান্সে দুটি গোল করে দলের জয়ে মুখ্য ভূমিকা রাখেন। তবে এই ম্যাচটি শুধু একটি জয় ছিল না, এটি ছিল আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ, যা ফুটবলপ্রেমীদের হৃদয়ে এক আবেগঘন মুহূর্ত তৈরি করেছে।

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধেই মেসি তার সহজাত দক্ষতা প্রদর্শন করে একটি দর্শনীয় গোল করে দলকে এগিয়ে দেন। ভেনিজুয়েলার রক্ষণভাগ বহু চেষ্টা করেও মেসিকে আটকাতে ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা তাদের আক্রমণের ধারা বজায় রাখে। দলের তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত আক্রমণভাগ ভেনিজুয়েলার গোলরক্ষককে বেশ কয়েকবার কঠিন পরীক্ষা ফেলে। ম্যাচের শেষদিকে মেসি তার দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। এই গোলের পর স্টেডিয়ামের দর্শকরা দাঁড়িয়ে মেসিকে অভিবাদন জানায়, যা তার বিদায়ী ম্যাচের এক অবিস্মরণীয় মুহূর্ত ছিল।

মেসির জোড়া গোল ছাড়াও লাউতারো মার্টিনেজ করেছেন বাকি গোলটি।

মেসি গোল করলে যে গানটা আর্জেন্টাইনদের জাতীয় সঙ্গীত। কিংবদন্তি সেই সঙ্গীত বাজালেন আজ দু’বার। কিন্তু দর্শকেরা গাইলেন ম্যাচ শুরুর বেশ আগে থেকে শেষ পর্যন্ত। যদিও এই ম্যাচ কোনোদিন শেষ হোক, তা সম্ভবত কোনো আর্জেন্টাইন-ই চাননি!

কিন্তু শুরু থাকলে তার শেষ প্রকৃতিরই বেঁধে দেওয়া নিয়ম। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে শেষ ম্যাচ তো বটেই, জাতীয় দলের জার্সিতে ঘরের মাঠে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটা তাই খেলে ফেললেন মেসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ