শিরোনাম
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সত্য কথাগুলো বলতে শুরু করলাম: ফজলুর রহমান নীলফামারীতে সড়ক দুর্ঘটনা: প্রধান শিক্ষকের স্ত্রী নিহত, স্বামী আহত ডিসি মাসুদের বিরুদ্ধে প্রকৌশল শিক্ষার্থীকে গলা টিপে ধরার অভিযোগ আবরার ফাইয়াজের ১ হাজার ১ টাকায় মসজিদ ও মন্দিরকে জমি দিল সরকার প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ডিসিসহ বেশ কয়েকজন আহত রাণীশংকৈলে কুলিক নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষে আহত যুবকও ‘জুলাই যোদ্ধার’ তালিকায় কাউনিয়ায় ফলের দাম বেশি, কমেছে বিক্রি : হতাশায় ব্যবসায়ীরা সাংবাদিক থেকে গায়ক: আব্দুর রহমান ববিনের সুরের জাদু
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

মুত্তাকি মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে: ধর্ম উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সীরাতে রাসূল (সা.)-এর আলোকে আমাদের সমাজ গঠন করতে হবে। আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা নেককার ও মুত্তাকি মানুষের হাতে দিতে হবে, যারা আল্লাহভীতি ও ন্যায়ের পথে চলেন।

তিনি বলেন, গত ৫৪ বছরে দেশের সম্পদ লুট হয়েছে। যারা এ সম্পদ লুট করেছে, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারাও প্রকৃত দেশপ্রেমিক নয়। দ্বীনের স্বার্থে এবং বাংলাদেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত আয়োজিত পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, যুগ যুগ ধরে এ দেশে ভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছেন। দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবতার শিক্ষা দেয়।

তিনি আরও বলেন, দেশের ইসলামিক দলগুলো সবসময় জনগণের কল্যাণ, সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রেখে আসছে। বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য অটুট রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিন্ন মত ও মতাদর্শ থাকলেও বৃহত্তর স্বার্থে ইসলামপন্থী দলগুলোর একত্রিত হওয়া সময়ের দাবি।

ধর্মীয় অধিকার রক্ষা, নৈতিক সমাজ গঠন এবং একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ