শিরোনাম
চিলমারীতে স্কুলের নিরাপত্তা প্রাচীর নির্মাণে অনিয়ম, বাঁধা স্থানীয়দের বান্দরবানে সারজিস আলমকে অবাঞ্চিত ঘোষণা ২০ বছর কোমায় থাকার পর সৌদির ‘ঘুমন্ত যুবরাজের’ মৃত্যু গোপালগঞ্জে গ্রেপ্তার ২৭৭ জন কারাগারে পাঠানো হয়েছে, রয়েছে ৯ শিশুও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতের আমির রাজধানীর সমাবেশে জামায়াত আমিরের অসুস্থতা দেখে হাত তুলে সারজিসের মোনাজাত; ভিডিও ভাইরাল চট্রগ্রামে এনসিপির গাড়িবহরকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় গাড়ি চালকে মারধর নোবেলের, থানায় নিয়ে গেল পুলিশ রাজপথের আন্দোলন দমাতে হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে ‘গুলি’ ছোড়ে র‍্যাব মিরপুরে আ. লীগের মিছিল থেকে ৩ জনকে আটক করে পুলিশে দিলো জনতা
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

মিরপুরে আ. লীগের মিছিল থেকে ৩ জনকে আটক করে পুলিশে দিলো জনতা

ডেস্ক রিপোর্ট / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের মিছিলের সময় তিনজনকে হাতেনাতে আটক করে গণপিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরে আটককৃতদের পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে মিরপুরের অরিজিনাল ১০ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে। মিছিলে আটক ব্যক্তিরা হলেন- মো. জাকির (৩৪), মো. ইমরান হোসেন (২৮) ও মো. ইউসুব খান (৪০)।

এর আগে রাত ৮টার দিকে পল্লবী এলাকায় একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হয়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হরতাল ঘোষণা ও বাস্তবায়নের অংশ হিসেবে বাসটিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

এই ঘটনায় সঙ্গে মিছিল থেকে আটককৃতদের সংশ্লিষ্ঠতা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এর আগে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম গণমাধ্যমকে জানান, রাত ৮টার দিকে পল্লবীর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা ‘বিকল্প পরিবহনের’ একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত বাসের আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাস্থল ও এর আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান বলেন, নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। তবে এর আগে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ