রংপুরের মিঠাপুকুরে সেনাবাহিনীর অভিযানে স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর বাইশা পাড়ায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাটুল মিয়া (৪৫) ও তার স্ত্রী শাহেনা আক্তার (৪০)।
অভিযানে গ্রেফতারকৃত দম্পতির বাড়ি থেকে ১৪২ লিটার দেশীয় চোলাই মদ, বোতলজাত ৯টি মদ, ৭৫০ গ্রাম মদ তৈরির পাউডার, মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম, ৩টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি মিঠাপুকুর থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।
সেনাবাহিনীর পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর শেখ রাশশাদ রহমান সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত বাটুল মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে পূর্বে মিঠাপুকুর থানায় চারটি মাদক মামলা রয়েছে। পরে আসামি ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে।