মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সবুজ বাংলা যুব সমাজ কল্যান সংঘ।
শুক্রবার (২৮ মার্চ) নাসিরাবাদ এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত সংগঠনটি ১৫০ জন সুবিধাভোগীর মাঝে প্রত্যেককে চাল, সেমাই, চিনি বিতরণ করে।সবুজ বাংলা সংঘের সভাপতি মো:মিলন ইসলাম বলেন আমরা সম্মিলিত উদ্বেগে প্রতিবছর এই আয়জন করি।সহ.সভাপতি মো:মাইনুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো। এই উদ্যোগ কেবল ঈদের জন্য নয় বরং ভবিষ্যতেও অসহায়দের পাশে থাকার চেষ্টা করবো। সবাই মিলে সহযোগিতা করলে সমাজে কেউ অভুক্ত থাকবে না।” সংঘের সেক্রেটারি মো:লিমন মিয়া জানান, সমাজের বিওবানরা আমাদের পাশে থাকলে আমরা আগামী বছর আরও ভালো কিছু উপহার দিবো ইনশাআল্লাহ।
উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রানীপুকুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মো:- রেজাউল করিম রেজা, অএ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম আজম সোহাগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল রানীপুকুর ইউনিয়ন শাখার কোষাধ্যক্ষ মো: আজিজুল ইসলাম পলাশ, সংঘের সকল সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গগণ
প্রসঙ্গত,সবুজ বাংলা যুব সমাজ কল্যান সংঘ ইতিপূর্বে শীতবস্ত্র বিতরণ, মাদককে না বলুন, গভীর নলকূপ ও টিউবওয়েল স্থাপন, বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে। অতিথিবৃন্দরা এই সংঘের প্রশংসা করে সামনে সহযোগিতার আশ্বাস জানান। তারা উক্ত সংঘের জন্য সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে জানান।
এ ধরনের মানবিক কার্যক্রমে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিতরণ কার্যক্রম শেষ হয়।