আজ বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিঠাপুকুর উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আয়োজনে মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের স্লোগান ও উপস্থিতিতে মিঠাপুকুরের রাজপথ মুখরিত হয়ে ওঠে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত টিমের নেতৃবৃন্দ,
১। কাজী খয়রাত হোসেন
২। সাজেদুর রহমান রানা
৩। গোলাম রব্বানী
৪। মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ ভরসা। জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে মিঠাপুকুর বিএনপি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।
নেতারা আরও বলেন,আজকের এই বিশাল র্যালি প্রমাণ করেছে, মিঠাপুকুরের মানুষ ধানের শীষের পক্ষে একতাবদ্ধ। বিএনপি গণমানুষের দল, তাই জনগণই আগামীদিনে ধানের শীষকে বিজয়ী করবে।
সভায় আশা প্রকাশ করা হয় যে, আসন্ন নির্বাচনে মিঠাপুকুর থেকে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবেন।
এছাড়া বক্তারা উল্লেখ করেন, মিঠাপুকুর উপজেলা বিএনপির বর্তমান নেতা-নেত্রীগণ দক্ষ, পরিশ্রমী, শিক্ষিত, মার্জিত ও ভদ্র। তাদের যোগ্য নেতৃত্বে সংগঠন আজ সুসংগঠিতভাবে সামনে এগিয়ে যাচ্ছে। প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠন তাদের নিজ নিজ দায়িত্ব অনুযায়ী নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। এর ফলে বিএনপি মিঠাপুকুরে আরও শক্তিশালী ও সুসংহত হয়ে উঠছে।
বর্তমানে উপজেলা বিএনপির নেতা-নেত্রীগণ দিনরাত পরিশ্রম করে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডেই নতুন নেতাকর্মীকে দলে যুক্ত করছেন, যা মিঠাপুকুরের রাজনৈতিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।