রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর পশ্চিম পাড়া (গয়েশপুর) গ্রামে এক বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী নিফুল মিয়ার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত নিফুল পলাতক।
ভুক্তভোগীর স্বামী রফিকুল ইসলাম বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীকে রংপুর ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই নারী বাড়িতে একা ছিলেন। তার স্বামী ও সন্তানরা বাইরে ছিলেন। এই সুযোগে একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নিফুল মিয়া (৪১) তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। নির্যাতনের শিকার ওই নারী ইঙ্গিতের মাধ্যমে তার দেবরের স্ত্রীর কাছে বিষয়টি জানান। খবর পেয়ে তার স্বামী দ্রুত বাড়ি ফিরে আসেন।
গ্রামবাসীরা অভিযোগ করেন, নিফুল মিয়া আগেও নারীদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। তারা জানান, ধর্ষণের সময় ওই নারী প্রতিরোধের চেষ্টা করলে তাকে মারধর করে অজ্ঞান করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে, যা নির্যাতনের প্রমাণ বহন করে।
সংবাদকর্মীদের সামনে গ্রামবাসীরা দ্রুত নিফুলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্তের ভাতিজা রুমনও স্বীকার করেছেন যে তার চাচা একজন খারাপ প্রকৃতির মানুষ এবং ঘটনার পর থেকে তিনি লুকিয়ে আছেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।