রংপুরের মিঠাপুকুরে এক সৌদি প্রবাসী ছোট ভাইয়ের পৈতৃক সম্পত্তি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে।
পৈতৃক সম্পত্তি ফিরে পেতে চাওয়ায় ছোট ভাইয়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করার অভিযোগও উঠেছে বড় ভাইয়ের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসী ছোট ভাই মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের কয়েরমারী গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে লোকছার মিয়া প্রায় ২০ বছর ধরে সৌদি আরবে আছেন। প্রবাস জীবনে উপার্জিত টাকা তিনি তার বড় ভাই গোলজার এবং পরিবারের কাছে পাঠিয়েছেন। সম্প্রতি দেশে ফিরে লোকছার জানতে পারেন, তার পাঠানো সব টাকা গোলজার আত্মসাৎ করেছেন। একই সাথে বাবার মৃত্যুর পর লোকছারের প্রাপ্য ১ একর ৮ শতাংশ জমিও বড় ভাই নিজের দখলে রেখেছেন। নিজের প্রাপ্য জমি চাইতে গেলে গোলজার তাকে মারধর ও হুমকি-ধামকি দিতেন বলেও অভিযোগ করেছেন লোকছার।
গত ২৫শে জুলাই সকালে গোলজার তার ভাইয়ের জমিতে মাটি কাটতে গেলে লোকছার তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে গোলজার হোসেন তার ছোট ভাই লোকছারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় লোকছারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এমনকি প্রবাসীর স্ত্রীকে মারধর এবং শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী প্রবাসী লোকছার মিয়া বলেন, ‘আমার বড় ভাই গোলজার মিয়া ও রাজিব মিয়া ঘরে ঢুকে আমার ঘরের ড্রয়ার থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার সময় কয়েকজন প্রতিবেশী এগিয়ে এলে অভিযুক্তরা তাদেরও হুমকি দেয়। আমার পৈতৃক সম্পত্তি সে জোর করে দখলে নিয়েছে।’
অভিযুক্ত গোলজার হোসেন জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার একাধিকবার চেষ্টা করা হলেও লোকছার কারো কথা শোনেননি। তবে তিনি লোকছার প্রবাসে থাকার সময় তার ভাগের কিছু জমি বন্ধক রাখার কথা স্বীকার করেন।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি (অপারেশন) হাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে বসার জন্য বিট কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রতিনিধি সহ স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলেছেন। তবে যদি সমাধান না হয়, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’